টেলিভিশনের পর্দায় রিয়েলিটি শো নিয়ে মানুষের উত্তেজনা সব সময় একটু বেশীই থাকে। শোয়ের আলো, পুরস্কার আর খেলার উত্তেজনার মাঝেও কিছু মুহূর্ত থাকে যেগুলো মানুষকে ছুঁয়ে যায় গভীরে। সান বাংলার ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর (Lakh Takar Lokkhi Labh) মঞ্চে ঠিক এমন এক মুহূর্ত তৈরি করলেন টলি কুইন ‘কোয়েল মল্লিক’ (Koel Mallick)। শোয়ে অংশগ্রহণ করা এক প্রতিযোগী, নিজের মেয়ের চিকিৎসার খরচ জোগাড় করার আশায় এসেছিলেন। দুর্ভাগ্যবশত খেলার ফাইনাল রাউন্ডে হেরে যান। খেলায় জিততে না পারায় ভেঙে পড়েন তিনি।
তখন কোয়েল শুধুই একজন তারকা নন, হয়ে ওঠেন একজন প্রকৃত মা এবং সবার আগে মানুষ। তিনি সামনে এগিয়ে এসে প্রতিযোগীর মেয়ের চিকিৎসার সমস্ত খরচ নিজের কাঁধে তুলে নেন। শোয়ের মঞ্চে মুহূর্তে ছড়িয়ে পড়ে নিস্তব্ধতা। অভিনেত্রীর মানবিক সিদ্ধান্তে চোখ ভিজে আসে অনেকেরই। একটা কথা না বললেই নয় যে, এই কাজটা বড় হতে চাইলে করা যায় না। এটা আসে ভেতর থেকে। কোয়েল সেই জায়গা থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন, যার সঙ্গে জড়িয়ে ছিল একজন মায়ের যন্ত্রণা আর তার সন্তানের ভবিষ্যৎ।
যাঁরা দূর থেকে টেলিভিশনের পর্দায় শুধু তারকার রঙিন জীবন আর সমাজ নিয়ে উদাসীনতা দেখেন। তাঁরা সেদিন কোয়েলের মাধ্যমে একজন সংবেদনশীল, সহানুভূতিশীল মানুষকেও দেখলেন খুব কাছ থেকে। এটা শোয়ের কোনও পরিকল্পিত মুহূর্ত ছিল না এবং সেখানেই এর গুরুত্ব। শোয়ের নিয়ম অনুযায়ী হয়তো কেউ জিতবে, কেউ হেরে যাবে। কিন্তু মানবিকতার কোনও হারজিত নেই। কোয়েলের এই পদক্ষেপ বুঝিয়ে দিল, সমাজের প্রতি একজন শিল্পীর দায়বদ্ধতা কীভাবে প্রকাশ পেতে পারে চুপিচুপি, নির্লিপ্ত ভঙ্গিতে।
কোনও ঘোষণা বা বাহবা ছাড়াই তিনি পাশে দাঁড়ালেন, যেন সেটাই স্বাভাবিক। ঠিক যেমন একটা দায়িত্ব নেয়ার কথা তারকাদের। শুধু একজন প্রতিযোগী নয়, ওই মুহূর্তে অনেক দর্শক, অনেক নারীর কাছেও অনেকটা উচুতে স্থান পেলেন অভিনেত্রী সম্মানের দিক থেকে। বার্তা দিলেন এই মঞ্চে শুধু খেলা হয় না, এখানে সম্পর্ক তৈরি হয়, পাশে দাঁড়ানোর এক আলাদা ভাষা তৈরি হয়। আর কোয়েল সেটা শুধু বললেন না, করেও দেখালেন। এবং তাতেই তৈরি হলো এমন একটা দৃষ্টান্ত, যা কথার চেয়ে অনেক বেশি শক্তিশালী।
এই শো শুধুমাত্র একঘেয়ে খেলা বা বিনোদন নয়-এটি বাংলার বিভিন্ন প্রান্তের নারীদের আত্মবিশ্বাস বাড়ানোর এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। নারীরা এখানে এসে নিজেদের জন্য, পরিবারের জন্য কিছু করতে চায়। এদিনের ঘটনা হয়তো শোয়ের এক অংশমাত্র, কিন্তু খেলায় হার থাকলেও মানবিকতা দিয়ে যেটা সম্ভব। সেই মানসিকতার প্রমাণ হয়ে থাকবেন কোয়েল মল্লিক, একজন মানুষের পাশে দাঁড়ানো আরেকজন মানুষের মুখ।
আরও পড়ুনঃ নিজের আবাসনেই হেন’স্থার শিকার, আত’ঙ্কে কাঁপছেন দেবচন্দ্রিমা! নিরাপত্তাহীনতার জেরে দেহরক্ষী নিয়ে চলাফেরায় বাধ্য হয়ে কলকাতা শহরকে বিদায় জানাতে চাইছেন অভিনেত্রী!
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।
“যাঁরা কচিতে নির্লজ্জ, তাঁরা বুড়ো হয়েও নির্লজ্জই থাকবে!” “আমি খুব হট দেখতে, আমার সঙ্গে কম্পিটিশনে হেরে যাবে!”— নিজের সঙ্গে তুলনা করে সমালোচকদের আক্রমণ, বিতর্কের ঝড় তুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়!