নিজের আবাসনেই হেন’স্থার শিকার, আত’ঙ্কে কাঁপছেন দেবচন্দ্রিমা! নিরাপত্তাহীনতার জেরে দেহরক্ষী নিয়ে চলাফেরায় বাধ্য হয়ে কলকাতা শহরকে বিদায় জানাতে চাইছেন অভিনেত্রী!

আমাদের সমাজে মেয়েদের নিরাপত্তা বারবার প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। বিশেষ করে কলকাতাকে যেখানে দেশের মধ্যে সবথেকে নিরাপত্তাহীন শহর হিসেবে ধরা হয়। এই শহর তাঁর নিজের জায়গা, যেখানে জন্মেছেন এবং বড় হয়েছেন। অথচ সেখানেই এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে, তা কখনও কল্পনাও করেননি ‘দেবচন্দ্রিমা সিংহ রায়’ (Debchandrima Singha Roy)। রবিবার অভিনেত্রী জানিয়েছেন, হঠাৎ করে তিনি ভয়ঙ্কর অনিরাপত্তার মধ্যে পড়েছেন। শুধু তাই নয়, নিজের আবাসনের ভেতরেই ঘটে গেছে এমন কিছু, যা তাঁর কাছে দুঃস্বপ্নের মতো।

এই অপ্রত্যাশিত ঘটনার পর থেকেই আতঙ্ক তাঁকে ঘিরে ধরেছে। সমাজ মাধ্যম পোস্টে অভিনেত্রীর কথায়, এই শহর আজ তাঁর কাছে অচেনা। কলকাতাকে যেভাবে তিনি চিনতেন, সেভাবে আর পাচ্ছেন না। সেই পোস্টেই লিখেছেন তিনি, “কিছুদিন ধরে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে আমার নাম নিয়ে। কখনও সম্পর্ক নিয়ে, কখনও অন্য প্রসঙ্গে। বুঝতে পারছি না কেন হচ্ছে এসব।” দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে বলেও দাবি করেন তিনি।

পরিস্থিতি এতটাই খারাপ হয় যে শেষমেশ পুলিশের শরণাপন্ন হতে হয় তাঁকে। অভিযোগের পর, অভিনেত্রীর নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার রক্ষী দেওয়া হয়েছে। যদিও দেবচন্দ্রিমার কথায়, দেহরক্ষী নিয়ে ঘোরার মেয়ে তিনি নন, তবু বাধ্য হয়েই সেই ব্যবস্থা মেনে নিতে হচ্ছে। এতে অস্বস্তি আরও বেড়েছে বলে মনে করছেন অভিনেত্রী। ছোটবেলা থেকে যে জায়গার সঙ্গে তাঁর স্মৃতি জড়িয়ে আছে, সেখানেই তাঁর আর শান্তির ঘুম হচ্ছে না বলে জানান তিনি।

এই দিনের ঘটনার পর তাঁর মনে হয়েছে, হয়তো শহর ছেড়ে চলে যাওয়াই একমাত্র উপায়। কলকাতা তাঁর কাছে এখন আতঙ্কে অন্য নামে পরিণত হয়েছে। উল্লেখ্য, বছর দুয়েক আগে বাণিজ্য নগরীতে সাময়িকভাবে থাকতে শুরু করেছিলেন তিনি। মূলত কর্মসূত্রেই সেখানে গিয়েছিলেন। কালার্স টিভির একটি ধারাবাহিকের মুখ্য চরিত্র পেয়েছিলেন তিনি। এরপর আবার কলকাতায় ফিরে আসেন। তারপর থেকেই বহুবার এমন অভিযোগ তোলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ “যাঁরা কচিতে নির্লজ্জ, তাঁরা বুড়ো হয়েও নির্লজ্জই থাকবে!” “আমি খুব হট দেখতে, আমার সঙ্গে কম্পিটিশনে হেরে যাবে!”— নিজের সঙ্গে তুলনা করে সমালোচকদের আক্রমণ, বিতর্কের ঝড় তুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়!

চলতি বছরের শুরুতেই তিনি একটি ভিডিও করে জানিয়েছিলেন, এক ব্যক্তি তাকে দীর্ঘদিন ধরে জ্বালাতন করে যাচ্ছে। এমনকি তার সহকর্মীদের নম্বর জোগাড় করেও ফোন করে হুমকি দিচ্ছে। এবার যদিও কি হয়েছে জানানি অভিনেত্রী। তবুও, দেবচন্দ্রিমার প্রতিটি বক্তব্যে ফুটে উঠছে আতঙ্ক ও হতাশা। তিনি স্পষ্ট করে লিখেছেন, এই অভিজ্ঞতা নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে তাঁকে। এমনকি প্রয়োজনে শহর ছেড়ে দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি!