নতুন বছরের শুরুতেই এ কী কান্ড! লালবাজারে টলিপাড়ার ঐক্যবদ্ধ প্রতিবাদ, পুলিশের দ্বারস্থ যীশু, পরম, আবীর, শিবপ্রসাদরা

আজ টলিপাড়ার এক উল্লেখযোগ্য ছবি ধরা পড়ল কলকাতার লালবাজারে। একসঙ্গে সেখানে পৌঁছলেন যীশু সেনগুপ্ত, আবীর চট্টোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁদের সঙ্গে ছিলেন একাধিক খ্যাতনামা পরিচালক, প্রযোজক এবং শিল্পমহলের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। মূল উদ্দেশ্য সাইবার অপরাধ, অনলাইন হেনস্থা এবং বাংলা ছবির বিরুদ্ধে সংগঠিত অপপ্রচারের বিষয়ে পুলিশের কাছে নিজেদের উদ্বেগ ও অভিযোগ জানানো। টলিপাড়ার বহুদিনের ক্ষোভ এ দিন প্রকাশ্যে এল।

এই উদ্যোগে শুধু অভিনেতারাই নন, উপস্থিত ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় এবং সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত। প্রযোজকদের মধ্যে শ্রীকান্ত মোহতা, নিশপাল সিং রানে ও রানা সরকারও একযোগে লালবাজারে যান। পাশাপাশি টেকনিশিয়ানদের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এবং ইমপা সভাপতি পিয়া সেনগুপ্তর উপস্থিতি প্রমাণ করে, এই লড়াই কোনও একক ব্যক্তির নয়, গোটা ইন্ডাস্ট্রির সম্মিলিত অবস্থান।

সম্প্রতি বাংলা ছবিকে ঘিরে যে রেটিং বিতর্ক তৈরি হয়েছে, সেটাই এই অভিযোগের অন্যতম কেন্দ্রবিন্দু। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত লহ গৌরাঙ্গের নাম রে মুক্তির প্রথম দিনেই অনলাইন টিকিট প্ল্যাটফর্মে অস্বাভাবিকভাবে কম রেটিং পাওয়ায় প্রশ্ন উঠেছে। অভিযোগ, পরিকল্পিতভাবে কিছু দর্শক ছবিটিকে খুব কম নম্বর দিয়ে সামগ্রিক রেটিং নামিয়ে আনার চেষ্টা করেছেন। কোনও সংস্থা বা গোষ্ঠী এর পিছনে রয়েছে কি না, তা নিয়েই এবার তদন্ত চায় টলিপাড়া।

শুধু রেটিং নয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের বিরুদ্ধে লাগাতার ট্রোলিং, কুরুচিকর মন্তব্য এবং হুমকির ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। দুর্গাপুজোর সময় রক্তবীজ টু ছবির সঙ্গে যুক্ত জিনিয়া সেন যেভাবে অশালীন পোস্ট ও হুমকির শিকার হয়েছিলেন, সেই স্মৃতি এখনও তাজা। এই ধরনের ঘটনায় শিল্পী ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে, যা আর উপেক্ষা করতে রাজি নয় ইন্ডাস্ট্রি।

আরও পড়ুনঃ ইউভানের জন্মের আগেই ‘মাতৃত্ব’ অনুভব করেন শুভশ্রী! টলিউডের লেডি সুপারস্টারের ‘প্রথম সন্তানের’ কথা জানেন?

এর আগেও ইম্পা বৈঠকে স্বরূপ বিশ্বাস স্পষ্ট জানিয়েছিলেন, অনুরাগ থাকা স্বাভাবিক, কিন্তু ব্যক্তিগত আক্রমণ বা পরিবারের কাউকে জড়িয়ে হেনস্থা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। ইউটিউব রিভিউয়ের নামে কেউ সীমা ছাড়াচ্ছে কি না, সেটাও খতিয়ে দেখার দাবি উঠেছে। আজ লালবাজারে টলিপাড়ার এই ঐক্যবদ্ধ উপস্থিতি একটাই বার্তা দেয়, সৃজনশীলতার স্বাধীনতা ও সম্মান রক্ষায় এবার সক্রিয় পদক্ষেপ চাইছে বাংলা চলচ্চিত্র জগত।

You cannot copy content of this page