টলিউডে ফের চর্চার কেন্দ্রে পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ (Laxmikantapur Local)। লোকাল ট্রেনে প্রতিদিন যাতায়াত করা সাধারণ মানুষের গল্পকে ঘিরে নির্মিত এই ছবিতে প্রথমবার পর্দা ভাগ করছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কৌশিক গঙ্গোপাধ্যায়। নিত্যদিনের চাপ, সম্পর্ক আর হাসি-কান্নার মাঝেও কীভাবে গড়ে ওঠে ছোট ছোট জীবনের গল্প, সেই নিয়েই এই ছবি তৈরি। অন্যদিকে পাওলি দামকে দেখা যাবে এক পরিচারিকার ভূমিকায়, যার উপস্থিতি গল্পে বিশেষ মাত্রা যোগ করবে। পাশাপাশি রয়েছেন অভিনেতা জন ভট্টাচার্য, সায়নী ঘোষ এবং রাজনন্দিনী পাল।
ছবির আরও এক আকর্ষণ নিঃসন্দেহে বিধায়ক ‘মদন মিত্র’ (Madan Mitra)! বড় পর্দায় তাঁর উপস্থিতি এখন আর নতুন নয়। কখনও গান, কখনও কেন্দ্রীয় চরিত্র– তাঁর বিনোদনমূলক স্বভাবই যেন দর্শকপ্রিয়তার আলাদা কারণ। নতুন ছবিতে ভূমিকা বড় না হলেও, প্রচার থেকে শুরু করে প্রতিটি অনুষ্ঠানে যে তিনি আন্তরিক, তা স্পষ্ট। ঠিক সেই কারণেই সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন উঠতেই তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে স্পষ্ট, কিন্তু রসিকতায় ভরা মন্তব্য করেন।
সাক্ষাৎকারে পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে চলা বিতর্কের প্রসঙ্গ উঠতেই সাংবাদিক জানতে চান, চারদিকে যখন তাঁর বান্ধবীদের নিয়ে এত কথা হয়, তখন কি তাঁর খারাপ লাগে না? মদন মিত্র সেই প্রশ্নের উত্তরে বলেন, “আমি বন্ধু আর বান্ধবীদের মধ্যে তফাৎ করি না। আজকে যদি আমি চল্লিশটা বন্ধু নিয়ে বাড়িতে যাই, সবার খাওয়ার দাওয়ারের আয়োজন করবে। কিন্তু যদি পাঁচটা বান্ধবী নিয়ে যেই, তাহলে তাড়িয়ে দেবে! কেন এমন হবে? মানুষের বন্ধু থাকলে দোষ নেই, আর বান্ধবী থাকলেই দোষ!”
তাঁর বক্তব্যে যেমন রসিকতা ছিল, তেমনই সমাজের প্রচলিত দ্বিচারিতার উপর সূক্ষ্ম চোট। তাঁর বান্ধবীদের নিয়ে স্ত্রীর প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন আসতেই তিনি আরও অকপটভাবে জানান, “আমার স্ত্রীও এসব নিয়ে খুব একটা মাথা ঘামায় না, শুধু বলেছে যে লাটাইটা ওরই হাতে আছে। আর আমি কখনওই দুটো বিয়ে করিনি, আমার স্ত্রীও করেনি। অন্যদের মতো এত বিতর্কেও জড়ায়নি। আমি আসলে সব ডিজিটালি করি বলে কিছু হয় না। যেমন কৃষ্ণ করত, তাও ধরা পড়েনি!”
আরও পড়ুনঃ কাজের ব্যস্ততায় তোমার কত জন্মদিন ভুলে গেছি! তুমি কখনও অভিযোগ করোনি, কখনও রাগ দেখাওনি! আজ তোমার প্রিয় খাবারগুলো মুখে তুলতে পারিনা! সোনালী চক্রবর্তীর জন্মদিনে স্মৃতি ভারাক্রান্ত শঙ্কর চক্রবর্তী
তাঁর এই মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়েছে, কেউ প্রশংসা করেছেন আবার অনেকে সমালোচনাও করেছেন। সব মিলিয়ে, ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’কে ঘিরে যেমন গল্পের জন্য অপেক্ষা, ঠিক তেমনই অফ-স্ক্রিনেও আলোচনার কেন্দ্রে মদন মিত্রের মন্তব্য! ছবির ট্রেনযাত্রার গল্প কতটা দর্শকের মন ছুঁতে পারে, তা সময় বলবে। তবে এই সাক্ষাৎকার দেখিয়ে দিল যে, পর্দার বাইরে বিধায়কের এই খোলামেলা স্বভাবই তাঁকে বারবার খবরের শিরোনামে তুলে আনে এবং সেটা তিনি উপভোগও করেন।






‘আমি আসলে সব ডিজিটালি করি বলে কিছু হয় না…যেমন কৃষ্ণ করত, তাই ধরা পড়িনি!’ পার্থর ‘বান্ধবী’ মন্তব্যের জবাবে কৃষ্ণ-উপমা টেনে খোঁচা মদন মিত্রের! বড়পর্দায় আসছে ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’, তার আগেই জানালেন ডিজিটাল যুগে বন্ধুত্ব-বান্ধবী বিতর্ক এড়াতে কি করেন বিধায়ক?