টলিপাড়ার অন্দরে এখন নতুন চর্চার ঝড়। কেউ বলছেন, আবার বাংলাদেশের ইদ রিলিজে ফিরছে দুই বাংলার যৌথ ঝলক, কেউ বলছেন পুরোটাই গুজব! কিন্তু নামটা যখন শাকিব খান, তখন আলোচনাও থাকে তুঙ্গে। তাঁর বিপরীতে কে আসছেন, এ প্রশ্ন বরাবরই ভক্তদের কৌতূহলের কেন্দ্রে। আর সেই জায়গাতেই উঠে এসেছে এক পরিচিত টলিউড অভিনেত্রীর নাম, যাঁকে বহুদিন বড়পর্দায় দেখা যায়নি।
‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবির পর থেকে বড়পর্দা থেকে কার্যত গায়েব মধুমিতা সরকার। এক সময় সিরিয়াল ও সিনেমা দুইতেই দাপটের সঙ্গে অভিনয় করলেও ইদানীং তাঁকে খুব একটা দেখা যায় না। টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, আপাতত নায়িকা ব্যস্ত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে। প্রেমিক দেবমাল্যর সঙ্গে সময় কাটানো থেকে শুরু করে বিয়ের প্রস্তুতি—এই সব নিয়ে রয়েছেন নিজের দুনিয়ায়। তা হলে কি বড়পর্দা থেকে একেবারেই সরে যাচ্ছেন মধুমিতা? উত্তর মেলেনি এখনও। তবে এর মধ্যেই ফিসফাস অন্য জায়গায়।
টলিপাড়ায় জোর গুঞ্জন, আগামী ২০২৬ সালের ইদে বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে মধুমিতা সরকারকে। আগের ছবিতে শাকিবের নায়িকা ছিলেন ইধিকা পাল, ‘বরবাদ’ ছবিতে। তার আগেই ‘তুফান’-এ দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে। তবে এই বার কি সেই জায়গা নিতে চলেছেন মধুমিতা? শোনা যাচ্ছে, শাকিব খানের টিম থেকে ইতিমধ্যেই নায়িকার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কথাবার্তাও অনেকটাই এগিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও চুক্তিপত্রে স্বাক্ষর হয়নি।
শাকিবের আগামী এই ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন আবু হায়াত মাহমুদ। তিনি জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে তাঁদের চুক্তি সম্পন্ন হয়েছে। তবে এখনও ছবির নাম চূড়ান্ত হয়নি। নায়িকার নাম নিয়েও মুখে কুলুপ এঁটেছেন পরিচালক। তবে অন্দরমহলের দাবি, শাকিব-মধুমিতা জুটির সম্ভাবনা প্রায় নিশ্চিত। এই প্রথম বড়পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে এই দুই তারকাকে।
আরও পড়ুনঃ প্রাক্তন স্বামী কেড়ে নিয়েছিলেন অভিনয়ের অধিকার, তার মৃ’ত্যুর পর শে’ষকৃত্যে কেউ আসেনি! কঠিন লড়াই করে আজ সুখী অভিনেত্রী নবনীতা
শাকিব খান বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে থাকেন খবরে। তাঁর নানা সম্পর্কের গুঞ্জন বহুবার শিরোনামে এসেছে। তবে অভিনেতা নিজে কখনওই প্রকাশ্যে কিছু বলেন না। অন্যদিকে মধুমিতার প্রেম এখন আর গোপন নয়। দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক প্রকাশ্যেই। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের একান্ত মুহূর্ত উঠে আসে। শোনা যাচ্ছে, শীঘ্রই চারহাত এক হতে চলেছে তাঁদের। এরই মাঝে যদি শাকিবের নায়িকা হিসেবে কামব্যাক হয়, তবে দুই বাংলার দর্শকের জন্য সেটি নিঃসন্দেহে বড় চমক হবে।