‘কুসুম দোলা’র শাশুড়ি-বৌমা জুটি, মধুমিতা সরকার ও রীতা দত্ত চক্রবর্তী এবার ‘ভোলে বাবা পার করেগা’-তে নতুন রূপে! আগের মতো স্নেহময় সম্পর্ক, নাকি এবার টানাপোড়েন? অভিনেত্রী কী পার্থক্য অনুভব করছেন?

‘কুসুম দোলা’ দেখলে অনেকেই নিশ্চয়ই ইমন আর তার শাশুড়িকে মনে করতে পারবেন। তখন বৌমা হিসেবে ছিলেন মধুমিতা সরকার আর শাশুড়ির চরিত্রে রীতা দত্ত চক্রবর্তী। দুইজনের সম্পর্ক ছিল বেশ মিষ্টি। সাত বছর পর নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’তে আবারও একই জুটি ফিরেছে, তবে এবার তাদের সমীকরণ একেবারেই বদলে গেছে।

এই নতুন সিরিয়ালের গল্প ‘কুসুম দোলা’র মতো একদম নয়। এখানে ঝিল, অর্থাৎ মধুমিতার চরিত্র, বিয়ে করেছে এমন এক পরিবারে যেখানে তার মা আগে পরিচারিকার কাজ করতেন। সেই কারণে বৌমাকে মেনে নিতে পারছেন না শাক্যর মা, যাঁর ভূমিকায় রীতা। ফলে সম্পর্কের মিষ্টি জায়গা এবার নোনতা রূপ নিয়েছে।

রীতা দত্ত চক্রবর্তী বললেন, তিনি আর মধুমিতা দু’জনেই পেশাদার, তাই চিত্রনাট্য যেভাবে চাইবে সেভাবেই কাজ করেন। তবে স্বীকার করলেন, কড়া শাশুড়ির চরিত্রে অভিনয় করা এবার বেশি পরিশ্রমের। আগের ধারাবাহিকের মতো সহজাতভাবে আসে না, তাই প্রস্তুতি নিতে হচ্ছে। শটের বাইরে দু’জনেই আবার জমিয়ে হাসাহাসি করেন।

অভিনেত্রীর কাছে প্রশ্ন ছিল, বাস্তব জীবনে তিনি কি এমন কড়া শাশুড়ি হবেন? রীতা জানান, এখনই কিছু বলতে পারবেন না। পরিস্থিতি এলে বুঝতে পারবেন তিনি কতটা কঠোর হতে পারেন। তবে তাঁর বিশ্বাস, তিনি এমন শাশুড়ি হবেন না যাঁর জন্য পুত্রবধূকে সমস্যায় পড়তে হবে।

আরও পড়ুনঃ “মা বলেন পথ দুটো, জনপ্রিয় আর প্রিয়জন… তুমি কোনটা হবে নিজে ঠিক করবে”, শিরিনের সৌম্য পোস্ট! ‘কথাগুলো কী সুন্দর আর মার্জিত, মেয়ের মন ভাঙবেন না!’ ‘আগের বিতর্কে ওর দোষ নেই, মেয়েটাকে আশীর্বাদ করুন’, শুরুতেই তাঁর ভদ্রতা জয় করল দর্শকদের মন! প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সবাই!

মধুমিতা আর রীতার এই নতুন সমীকরণ এখন দর্শকের নজরে। একসময় যেখানে শাশুড়ি–বৌমার স্নেহভরা বন্ধন দেখেছিলেন দর্শক, এবার সেই সম্পর্কেই তৈরি হচ্ছে টানাপোড়েন। তাই ‘ভোলে বাবা পার করেগা’র এই রসায়নই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

You cannot copy content of this page