১ ডিগ্রি বরফে দাঁড়িয়ে হি হি করে কাঁপছেন মিমি চক্রবর্তী! লাঠি হাতে কোথায় গেলেন নায়িকা সাংসদ?

জানুয়ারির ঠান্ডায় বরফের মাঝে সময় কাটাচ্ছেন সাংসদ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছুটির সেই ছবি তিনি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। সেগুলি ক্রমেই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে নায়িকার ছবির ছড়াছড়ি এখন। গাঢ় বেগুনি রঙের জ্যাকেটে শীত আটকানোর চেষ্টা করছেন তিনি।

নায়িকা মাঝে মাঝেই তাঁর ভ্রমণের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। তাতেই ইমপ্রেস হয়ে যায় নায়িকার অনুরাগীরা। আজকাল আবার ভ্লগ করেন তিনি। এবার নায়িকা সিকিম বা নর্থ বেঙ্গলের কোনও পাহাড়ি গ্রামেই গেছেন ছুটি কাটাতে। চোখে সানগ্লাস, হাইনেক সোয়েটারের উপর পাফার জ্যাকেট, গ্লাভস, রোদ চশমা পরে দিব্যি সময় কাটাচ্ছেন তিনি সেখানে। আর সেখানে মিমি কিন্তু একা নেই। বন্ধুত্ব করে নিয়েছেন এক পাহাড়ি কুকুরের সঙ্গে। দুজন দিব্যি মজায় ঘুরছেন সেখানে। তবে সঙ্গে আনেননি নিজের পোষ্য দুই কুকুরকে।

সম্প্রতি করোনাতে আক্রান্ত হয়েছিলেন নায়িকার। তবে দ্রুত সেরে উঠেই আবার একাকী সময় কাটাতে ছিল গিয়েছেন পাহাড়ে। আর নিত্য নতুন ছবি পোস্ট করছেন নায়িকা।

You cannot copy content of this page