মহিলারা নজরে আসার জন্য ইচ্ছাকৃতভাবে ব্যক্তিগত চ্যাট ফাঁস করছেন! এতে তারাই বোকা প্রমাণিত হচ্ছেন! বিতর্কের আগুনে ঘি দিয়ে এবার ঋজুর পাশে শ্রাবন্তী-পুত্র অভিমন্যু!

অভিনেতা ঋজু বিশ্বাসকে ঘিরে বিতর্ক যেন ক্রমেই তীব্র হচ্ছে। দিন যত যাচ্ছে, সমাজমাধ্যমে তত বাড়ছে অভিযোগ আর ‘স্ক্রিনশট’-এর বন্যা। প্রেমজীবন থেকে শুরু করে ব্যক্তিগত নানা কথোপকথন—সবই খণ্ড খণ্ড ভাবে প্রকাশ্যে আসছে। ঋজুর অভিনয়জীবনকে ছাপিয়ে এখন তাঁর ব্যক্তিগত জীবনের নানান অভিযোগই শিরোনাম দখল করছে। এর মাঝেই মুখ খুললেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়। তাঁর মধ্যরাতের ইনস্টাগ্রাম স্টোরি ঘিরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে।

অভিমন্যু স্পষ্ট ভাষায় লিখেছেন—কিছু মহিলা নজরে আসার জন্য ইচ্ছাকৃতভাবে ব্যক্তিগত চ্যাট ফাঁস করছেন। তাঁর কটাক্ষ, “এতে তাঁরা নিজেদেরই বোকা প্রমাণ করছেন। খ্যাতির জন্য কেউ কতটা নিচে নামতে পারেন—তা এখন আরও পরিষ্কার।” যদিও তিনি সরাসরি ঋজুর নাম উল্লেখ করেননি, কিন্তু এই মন্তব্যই প্রশ্ন তুলছে, তবে কি অভিমন্যুই প্রথম তারকা পরিবারের সন্তান যিনি এ বার ঋজুর পাশে দাঁড়ালেন?

শুধু অভিমন্যুই নন, অভিনেতা সায়ন্ত মোদকও এই বিতর্কে নিজের মতামত জানিয়েছেন। সায়ন্ত পরিষ্কার বলেছেন—তিনি ঋজুর ব্যক্তিগত কাজকে সঠিক বলছেন না। কিন্তু তার জন্য একজনকে অপমান করে সমাজমাধ্যমে যে নোংরা পরিবেশ তৈরি হচ্ছে, সেটাও ঠিক নয়। কয়েক মাস আগেই সায়ন্ত নিজেও একই ধরনের বিতর্কে জড়িয়েছিলেন। তাঁর ব্যক্তিগত প্রাক্তন সম্পর্কের নানা অভিযোগও প্রকাশ্যে আসে। তাই হয়তো এই অভিজ্ঞতা থেকেই তাঁর সহানুভূতির সুর।

এমন অবস্থায় ঋজুর বিরুদ্ধে অভিযোগের তালিকা যেমন লম্বা হচ্ছে, তেমনই তাঁর সমর্থকও বাড়ছে। সম্প্রতি অভিনেতার প্রাক্তন স্ত্রী ও শ্বশুরবাড়ির নামও টেনে আনছে কিছু মহল। যদিও ঋজু সব অভিযোগই অস্বীকার করে স্পষ্ট দাবি করেছেন—প্রমাণ দেখাতে হবে। তাঁর বক্তব্য, অকারণে চরিত্রহনন বরদাস্ত করবেন না তিনি।

আরও পড়ুনঃ “বুবলাই মাকে ভুল বুঝলেও কমলিনী সবসময় চায় তাকে আগলে রাখতে, হাজার হোক প্রথম সন্তান!”- নতুন মোড় ‘চিরসখা’-য়, বুবলাইয়ের রাগে তুঙ্গে পারিবারিক টানাপোড়েন! বুবলাই কি ঠিক করছে, বিয়েটার কি সত্যিই প্রয়োজন ছিল, কী বলছেন সুদীপ-অপরাজিতা?

শেষ পর্যন্ত এই বিতর্ক কোন পথে গড়ায়, তা সময়ই বলবে। কিন্তু আপাতত দেখা যাচ্ছে—সমাজমাধ্যমের ঝড়ে কারও কেরিয়ার যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনই নতুন করে কিছু বন্ধুত্বের হাতও বাড়ছে। এক অসমাপ্ত লড়াইয়ের মাঝখানেই, তারকা পরিবারগুলির জড়িয়ে পড়া এই কাহিনিকে আরও জটিল করে তুলেছে।

You cannot copy content of this page