“আমার যদি ঠিক বয়সে বাচ্চা হত, তাহলে এতদিনে আমার তিনটে ছানা পোনা হয়ে যেত” – কোন প্রসঙ্গে এমন কথা বললেন তৃণা?

টিপিক্যাল মধ্যবিত্ত পরিবারের এক গৃহস্থ পুরুষ বাজার করতে বেরিয়েছেন, আর ঠিক তখনই বাড়ি থেকে ফোন। বাচ্চাদের হাজারো অভিযোগের সঙ্গে স্ত্রী’র বাড়তি এক তালিকা—যা তাকে এখনই আনতে হবে! এমন দৃশ্য গড়পড়তা ফ্যামিলি ড্রামায় হামেশাই দেখা যায়, কিন্তু পরিচালক স্নেহাশীষ চক্রবর্তী এবার গল্পের মোড় ঘুরিয়ে চমকে দিয়েছেন দর্শকদের। ধারাবাহিক পরশুরাম আজকের নায়ক-এর টিজার প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে আলোচনা, বিশেষ করে ইন্দ্রজিৎ বোসের এন্ট্রি নিয়ে। বাজার করতে করতেই আচমকা তিনি কারও পিছু নেন, তারপর একের পর এক উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য—যেন দক্ষিণী সিনেমার অনুকরণ! বাংলা ধারাবাহিকে এমন নায়কোচিত প্রবেশ এর আগে দেখা যায়নি, আর তাই দর্শকদের মধ্যে কৌতূহলের অন্ত নেই।

অভিনেত্রী তৃণা সাহা এই ধারাবাহিকের অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করছেন। বহুদিন পর তিনি সিরিয়ালে ফিরেছেন, যা তাঁর ভক্তদের জন্য অবশ্যই সুখবর। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা তাঁকে ফোনে যোগাযোগ করলে তিনি জানালেন, “স্নেহাশীষ দা আমাকে আবারও সিরিয়ালে এনেছেন। ওনার ওপর আমার অগাধ বিশ্বাস, কারণ উনি দর্শকদের চাহিদা খুব ভালো বোঝেন। উনার গল্পগুলো আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও, তাতে সবসময় একটা টুইস্ট থাকে।” তৃণার চরিত্রটি আদ্যোপান্ত একজন গৃহিণীর, যার পরিবারে রয়েছে দুই সন্তান। যদিও বাস্তবে তিনি মা নন, তবুও এই চরিত্রে অভিনয় করতে তাঁর কোনো দ্বিধা ছিল না।

তৃণা আরও জানান, চরিত্রটি কেমন হবে তা নিয়ে শুরুতেই স্নেহাশীষ চক্রবর্তী তাঁর মতামত জানতে চেয়েছিলেন। “প্রথমে দাদা বলল, একটা বাচ্চা থাকবে। পরে বলল, না না, দুটো বাচ্চা দিতে হবে! আমি দাদাকে বললাম, আমার কাছে চরিত্রটাই আসল, বাচ্চা থাকল কি না, সেটা বড় কথা নয়। বাস্তবে যদি আমার সন্তান থাকত, তাহলে এতদিনে তো তিনটি হয়ে যেত!” অভিনেত্রীর এমন রসিকতা শুনে বোঝাই যায়, তিনি চরিত্রটির প্রতি কতটা আত্মবিশ্বাসী।

তবে ধারাবাহিকের সবচেয়ে আলোচিত দিক ইন্দ্রজিৎ বোসের চরিত্র। প্রোমোতে দেখা গেছে, লুঙ্গি গুটিয়ে বন্দুক হাতে দেদার অ্যাকশন করছেন তিনি। বাংলা ধারাবাহিকে এতটা স্টাইলিশ ও অ্যাকশন-প্রধান চরিত্র বিরল। তৃণা মজার ছলে বলেন, “আমি দাদাকে বললাম, কেন? আমি কেন গুলি ছুঁড়তে পারলাম না? আমিও তো করতে পারতাম!” পরিচালকের উত্তরে অবশ্য রহস্য থেকেই গেছে—তিনি জানিয়েছেন, ভবিষ্যতে এমন সুযোগ আসবে।

আরও পড়ুনঃ শুভর কাছে মার খেয়ে আসল চোরের কথা জানিয়ে দিল কাজের লোক! ধুন্ধুমার পর্ব মিস করবেন না

ধারাবাহিকের গল্প ও চরিত্রগুলোর মধ্যে যে বিশেষত্ব আছে, তা ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। তৃণা ও ইন্দ্রজিতের নতুন রসায়ন কেমন জমে, তা দেখার জন্য দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এখন দেখার বিষয়, স্নেহাশীষ চক্রবর্তী আবার কী চমক আনতে চলেছেন তাঁর পরিচালনায়!