আবার ডান্স বাংলা ডান্সের প্রতিযোগী‌ নতুন সিরিয়ালের প্রধান মুখ, মোহনাকে নিয়ে আসছে ‘গৌরী এল’! প্রোমো সামনে আসতেই হইচই সোশ্যাল মিডিয়ায়

জি বাংলায় শুরু হচ্ছে আরেকটি নতুন ধারাবাহিক গৌরী এলো। তার একটি প্রোমো এসেছে প্রকাশ্যে। তারপরেও সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে শুরু আলোচনা। এতদিন ধরে দেখা গেছে যে টিআরপি রেটিংয়ে স্টার জলসার থেকে জি বাংলা অনেকটাই পিছিয়ে গিয়েছে। এমনকি এতদিন মিঠাই ধারাবাহিক অনেকটা ভালো স্থানে ছিল তবে বর্তমানে সেটাও অনেকটাই খারাপ জায়গায় চলে গিয়েছে। তাই হাল ধরতে আসছে গৌরী এলো।

এই প্রোমো সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। অত্যন্ত সাদামাটা লুকে দর্শকের সামনে এলো গৌরী। মোহনা মাইতি গৌরীর চরিত্রে অভিনয় করছে। এটাই তার প্রথম কাজ। ডান্স বাংলা ডান্সের থেকেই এই সুযোগ তার কাছে। এদিকে মোহনার বিপরীতে অভিনয় করছে ‘দুর্গা দুর্গেশ্বরীর’ জনপ্রিয় মুখ বিশ্বরূপ ব্যানার্জী।

ধারাবাহিকের গল্প এগোবে মা কালীকে কেন্দ্র করে। এখানে তাঁর রূপের নাম ‘ঘোমটা কালী’। বড়দের বিশ্বাস যেদিন দেবীর সাথে মহাদেবের মিলন ঘটবে, সেদিনই সেই ঘোমটা নাকি খুলে যাবে। এদিকে এক বিশেষ পুজোয় গুরু মা আদেশ দেন যে কেউ যেন মন্দিরে না ঢোকে। আর এর মধ্যেই হঠাৎ ঢুকে পড়ে লাল-সাদা শাড়ি পরিহিত একটি মিষ্টি মেয়ে । তার কথায় মা ডেকেছে তাকে। এরপরেই সে শুরু করে তার ভক্তি গান। সবাই চুপ।

শ্যুট-বুট পরা ডাক্তার বাবু বিশ্বরূপ ব্যানার্জী মেয়েটির হাত চেপে ধরে তাকে আরতির তাপ দিতে যাওয়ার সময়। এরপরে কী ঘটবে জন্যে হলে দেখুন গৌরী এলো। প্রোমো থেকে স্পষ্ট যে এটি একটি ভক্তিমূলক ধারাবাহিক।

You cannot copy content of this page