‘আমাকে নিয়ে মিডিয়া তো রীতিমত ব্যবসা করেছে’, তিতিবিরক্ত নুসরত জাহান!

‘স্বস্তিক সংকেত’ সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। রুদ্রানীর চরিত্রে অভিনয় করা নায়িকা প্রেমে পড়েছেন প্রিয়মের। এখন নুসরত বিরক্ত তাঁর ব্যক্তিগত জীবনকে নিয়ে হওয়া জলঘোলাকে কেন্দ্র করে। একটি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এই কথা বললেন তিনি।

অভিনেত্রী নুসরত জাহানকে কাছে প্রশ্ন করা হয় যে প্রিয়ম ও রুদ্রানীর সম্পর্কের মত বাস্তবে যশ-নুসরতের সম্পর্কের মিল আছে? আর তাতেই মনের যাবতীয় বিরক্তি প্রকাশ করলেন এই নায়িকা। তিনি বলেন যে তাঁর এটা আলাদা করে বলতেই খুব অদ্ভুত লাগে। তাঁর অবাক লাগে যে এসব নিয়ে এত প্রশ্ন কেন ওঠে। তিনিও একটা ব্যক্তিগত জীবন চান। ছাদের মাথায় চিৎকার করে তো আর এই নিয়ে কথা বলতে পারবেন না তিনি। শুধু বলতে পারেন যে তিনি ভালো আছেন।

নায়িকার বক্তব্য যে তাঁর ব্যক্তিগত জীবন যখন বিক্রয়ের পর্যায়ে চলে যায় তখন সেটা তাঁর কাছে বিরক্তিকর হয়ে ওঠে। কিছু সংবামাধ্যমগুলো এমনই কাজ করছে, বললেন নুসরত। তিনি মনে করেন তিনি বেশ কিছু ভুল করেছেন। তবে সেই ভুলের জন্যে তিনি অন্য কাউকে না, তাঁর পরিবারকে জবাব দিতে বাধ্য। পাশাপশি ফ্যানেদের সঙ্গে কোনো ভুল করলে সেটার জবাব দেবেন। যে বিষয় নিয়ে কথা বলতে তাঁর ভালো লাগে না সেটা নিয়ে তিনি কথা বলবেন না। এটা তাঁর কাছে ভুল না।

You cannot copy content of this page