২০২৩ সালের নভেম্বরে ঘরোয়া পরিবেশে আইনি বিয়ে করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। শুরু থেকেই এই সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কটূক্তি হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সব বিতর্ক ছাপিয়ে দাম্পত্যে কেটে গেল পুরো দুই বছর। এর মধ্যেই জন্মেছে তাঁদের পুত্রসন্তান, ফলে পরিবার এখন আরও সম্পূর্ণ।
দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনে পরমব্রত শেয়ার করলেন একটি সুন্দর ভিডিও। তাতে দেখা যায়, দু’জনে মিলে ‘এই রাত তোমার আমার’ গান গাইছেন। অভিনেতার হাতে গিটারও আছে। ক্যাপশনে লিখলেন—জীবন পূর্ণ হয় যখন দু’জনে একসঙ্গে থাকে, হাসে, গান গায়, হাত ধরে পথ চলে। শেষে লিখেছেন, “শুভ দ্বিতীয় স্ত্রী… তোমাকে ভালোবাসি… এবং আমি আমাদের ভালোবাসি!”
পিয়ার আগের বিয়ে হয়েছিল গায়ক অনুপম রায়ের সঙ্গে। ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। অনেক পরে পরমব্রতের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তাঁর। কিন্তু সোশ্যাল মিডিয়ায় পরমব্রতকে ‘বউ চোর’ বলে আক্রমণ করতে শুরু করেছিলেন অনেকে। অনুপম–পিয়া বিচ্ছেদের পেছনে অভিনেতাকে দায়ী করা হয়েছিল। পরমব্রত অবশ্য জানান, পিয়াকে ডিভোর্সের অনেক পরে থেকেই তাঁদের বন্ধুত্ব ও সম্পর্ক এগোয়।
এই ট্রোলের মাঝেই অনুপমের দ্বিতীয় বিয়ে পরিস্থিতি অনেকটাই শান্ত করে। কয়েক মাসের মধ্যেই গায়িকা প্রশ্মিতাকে বিয়ে করেন তিনি। ফলে পরমব্রত–পিয়া জুটিকে নিয়ে কটাক্ষ কমে আসে। নিজেদের মতো করে নতুন জীবন গড়ে তোলেন দু’জন।
আরও পড়ুনঃ ‘আমার কোনও অ্যাওয়ার্ড শোতে ডাক আসে না’— প্রতিভা থাকা সত্ত্বেও কেন কোন অ্যাওয়ার্ড শোতে ডাকা হয় না সাগরিকা রায়কে? লবিবাজি–পার্টির দুনিয়ায় কি সত্যিই সাইডলাইনে ঠেলে দেওয়া হয় পরিশ্রমী শিল্পীদের?
২০২৫ সালের ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডের ঠিক পরদিনই সন্তানসম্ভবা হওয়ার খবর জানান পরমব্রত–পিয়া। জুনে জন্ম নেয় তাঁদের ছেলে, নাম রাখা হয় নিষাদ। দীর্ঘদিন ছেলেকে আড়ালেই রেখেছিলেন তাঁরা। তবে পুজোয় প্রথমবার সকলের সঙ্গে পরিচয় করান ছোট্ট নিষাদের। মায়ের কাছে সে ‘নডি’, আর বাবার কাছে আদর করে ‘জুনিয়র’।






