‘কম্পাস’-এর পর্দার প্রেম বাস্তবে! পর্ণাকে ভালোবাসায় ভরালেন অরুণাভ! প্রেমের পোস্ট দেখে তোলপাড় নেটদুনিয়া!

পর্দার ‘কম্পাস’ পর্ণা চক্রবর্তীকে এবার বাস্তব জীবনে নিয়ে চর্চায় অরুণাভ দে। পুজোর সময় প্রেমিকের সঙ্গে প্রকাশ্যে আসেন পর্ণা, তারপর থেকেই জল্পনা শুরু। আর এবার অরুণাভর ইনস্টাগ্রাম পোস্টে সেই জল্পনা আরও বাড়িয়ে দিলেন তিনি। একাধিক ছবি পোস্ট করে লিখলেন— “তুমি ছাড়া অন্য কাউকে নয়।” ব্যাকগ্রাউন্ডে বাজছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক্স ইক্যুয়াল টু প্রেম’ ছবির গান।

কালো-সাদা চেক শার্টে বেশ কিছু নতুন ছবি ভাগ করেছেন অরুণাভ। হাসিমুখে নানা পোজে ধরা দিলেন অভিনেতা। ক্যাপশনে সূর্যমুখী ফুলের ইমোজিও দিয়েছেন। যদিও এই ছবিগুলিতে পর্ণা নেই, কিন্তু কথার ভঙ্গি ও রোম্যান্টিক মেজাজে অনেকেই ধরে নিচ্ছেন এই পোস্ট প্রিয় মানুষ পর্ণাকেই উদ্দেশ্য করে লেখা।

অরুণাভর পোস্টে পর্ণাও মন্তব্য করেন— “খুব সুন্দর লাগছে।” সঙ্গে চুমুর ইমোজি। অরুণাভও প্রতিউত্তরে দেন একই প্রতীক। তাঁদের এই ভালোবাসা ভরা আলাপচারিতা দেখে নেটিজেনদের অনেকে লিখেছেন, “এদের কেমিস্ট্রি অসাধারণ!” কেউ লিখেছেন, “অফিশিয়াল কাপল গোলস।”

‘কম্পাস’ ধারাবাহিক থেকেই পর্ণার অভিনয়জীবনের শুরু। এর আগে মডেলিং জগতে ছিলেন তিনি, কিন্তু এই ধারাবাহিকেই জনপ্রিয়তা পেয়েছেন সবচেয়ে বেশি। দুর্গাপুজোর সময় হাতে হাত রেখে ঘুরতে দেখা গিয়েছিল পর্ণা ও অরুণাভকে। অরুণাভ সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছিলেন— “অফিশিয়ালি প্রথম পুজো। আনঅফিশিয়ালি প্রথম পুজো দেখতে হলে সোয়াইপ করুন।”

আরও পড়ুনঃ “সব অন্যায়ের প্রতিবাদ করলে নিজেকে বাঁচিয়ে রাখা অসম্ভব, প্রতিবাদ সেই টুকুর করা উচিত যেটুকু নিজের আয়ত্তের মধ্যে আছে!” সীমাহীন প্রতিবাদ নয়, প্রয়োজন সংযম আর বাস্তববোধের! অকপট অপরাজিতা আঢ্য

অভিনেতা অরুণাভ এর আগে ‘বিষহরি’, ‘নিশির ডাক’ সহ একাধিক ওয়েব সিরিজে কাজ করেছেন। অন্যদিকে পর্ণা প্রথম ধারাবাহিক দিয়েই দর্শকের মন জয় করেছেন। তাঁদের নতুন সম্পর্ক নিয়ে দর্শকের উচ্ছ্বাসও চোখে পড়ার মতো। কেউ বলছেন, “নতুন জুটি, নতুন রসায়ন।” কেউ আবার প্রশ্ন তুলেছেন, “পর্দার প্রেমই কি বাস্তবে?”— এই প্রশ্নেই এখন সরগরম টলিপাড়া ও সোশ্যাল মিডিয়া।