দীর্ঘ বিরতির পর দেবী রূপে ফিরছেন পায়েল দে! মহালয়ার ভোরে কোন চ্যানেলের পর্দায় দেখা যাবে ‘মহিষাসুরমর্দিনী’?

বছর ঘুরলেই যে দিনটির জন্য অপেক্ষায় থাকে বাঙালি, তা হল মহালয়া। কলকাতার রাস্তাঘাট, ট্রামলাইনের ধার, দোকানের সামনে প্যান্ডেল—সবই যেন ধীরে ধীরে জানান দেয়, পুজো এসে গেছে। এই সময়টায় যেমন চলতে থাকে প্যান্ডেল তৈরি আর ক্লাবগুলির প্রস্তুতি, তেমনই চুপিসারে শুরু হয় টিভি পর্দারও প্রস্তুতি। কারণ, মহালয়ার ভোর মানেই তো শুধু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর নয়, মানেই হল ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানের চোখধাঁধানো পরিবেশনা।

গত কয়েক বছর ধরেই টিভি দর্শকের এক নতুন অভ্যেস তৈরি হয়েছে—ভোররাতে উঠেই টিভিতে চোখ রেখে দেখা ‘মহিষাসুরমর্দিনী’। বিভিন্ন চ্যানেল তাদের নিজস্ব প্রযোজনায় তুলে ধরছে এই পৌরাণিক কাহিনি। দেবী দুর্গার সাজে দেখা যায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের। সেই ধারাবাহিকতায় এ বার সান বাংলার পর্দায় দেবী রূপে ফিরছেন পায়েল দে। বহু দিন পর আবার তাঁকে দেখা যাবে ‘মহিষাসুরমর্দিনী’ রূপে।

টেলিভিশনের দর্শকদের কাছে পায়েল দে মানেই এক চেনা মুখ। বহুবার তাঁকে দুর্গা রূপে পর্দায় দেখা গিয়েছে। তবে মাঝের কয়েক বছর এই ধরনের চরিত্র থেকে বিরতি নিয়েছিলেন তিনি। ২০১৭ সালে শেষবার এক চ্যানেলের হয়ে মহালয়ার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পায়েল। দীর্ঘ বিরতির পর আবারও এই বিশেষ অনুষ্ঠানে ফেরার সুযোগ পেয়ে নস্ট্যালজিয়ায় ভাসছেন অভিনেত্রী।

অভিনেত্রীর কথায়, “প্রত্যেক নৃত্যশিল্পীর কাছে এই অনুষ্ঠান করা একটা স্বপ্নপূরণের মতো। ‘অকাল বোধন’-এর চিত্রনাট্যে পুরনো পৌরাণিক গল্প থাকছে ঠিকই, কিন্তু তার সঙ্গে আধুনিকতার ছোঁয়াও থাকছে। ফলে দর্শক পাবে এক নতুন অভিজ্ঞতা।” বর্তমানে তিনি জোরকদমে মহড়া চালাচ্ছেন, নিজেকে আবার দেবী রূপে ফুটিয়ে তোলার জন্য।

আরও পড়ুনঃ “জোকার সেজে ‘ছোট’লোক’ প্রমাণ করছে নিজেকে!”—পিতৃসম বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে কদর্য ভাষায় আ’ক্র’মণ করলেন ভিভান! পর্দার ভিলেন এবার বাস্তবেও! মিঠুন চক্রবর্তীকে নিয়ে কুৎসিত মন্তব্যে সমালোচনার কেন্দ্রে ‘চিরসখা’র বুবলাই! ‘নোখের যোগ্য হয়ে ভাষণ দাও’— কটাক্ষ সমাজ মাধ্যমে!

এই বছর মহালয়ার ভোরে সান বাংলায় সম্প্রচারিত হবে ‘মহিষাসুরমর্দিনী’। আর সেখানেই দেবী দুর্গা রূপে দেখা যাবে পায়েলকে। দেবীর পাশাপাশি অন্যান্য চরিত্রে থাকবেন টেলিভিশনের আরও বহু পরিচিত মুখ। পাশাপাশি দর্শকরা এখন তাঁকে নিয়মিত দেখছেন ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকে, যেখানে তিনি আলো চরিত্রে অভিনয় করছেন। পুজোর আগে পায়েলের এই বিশেষ রূপ দর্শকদের কাছে যে বাড়তি আকর্ষণ হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।