জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে সকলেরই কিছু না কিছু অভিজ্ঞতা থাকে, কিন্তু সম্প্রতি এই বিষয়েই এক গভীর বার্তা দিলেন দেশের এক কিংবদন্তী জাদুকর। তাঁর কথায়, জীবনের সঙ্গী বেছে নেওয়া এমন একটি ব্যক্তিগত সিদ্ধান্ত, যা অন্যের হাতে ছেড়ে দিলে পরে আক্ষেপের শেষ থাকে না। বাবা–মা যতই সন্তানকে ভালোবাসুন, তবুও এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে সম্পর্কের ভিত নড়ে যেতে পারে—এই ভাবনাই সামনে এনেছেন তিনি। তবে এখানেই থেমে থাকেননি, আধুনিক প্রজন্মের চিন্তাধারাকেও তিনি ভীষণভাবে সমর্থন করেছেন।
দেশ–বিদেশের মঞ্চ কাঁপানো পিসি সরকার (জুনিয়র)-এর আসল নাম প্রদীপ চন্দ্র সরকার, যাঁকে শুধু একজন জাদুকর বলা ভুল হবে। কিংবদন্তি পি সি সরকার সিনিয়রের পুত্র হিসেবে তিনি ছোটবেলা থেকেই ম্যাজিকের কঠিন জগতটিকে কাছ থেকে দেখেছেন। পারিবারিক ঐতিহ্যকে ধরে রেখেই বহু বছর ধরে তিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ম্যাজিককে আরও উজ্জ্বল করেছেন।
মঞ্চে জাদু দেখালেও, পড়াশোনায় তিনি ঠিক ততটাই দক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োগ মনোবিজ্ঞানে ডক্টরেট করা এই শিল্পী সমাজ, সময় এবং মানুষের মনস্তত্ত্ব নিয়ে নিজস্ব মতামত রাখতে ভালোবাসেন। একসময় রাজনীতিতেও তাঁর সক্রিয় উপস্থিতি ছিল। সেখান থেকে সরে এলেও, নানা সামাজিক প্রসঙ্গে তাঁর বক্তব্য আজও মানুষের আগ্রহ বাড়ায়। আর সেই তালিকায় এবার যুক্ত হলো লাইফ পার্টনার নিয়ে তাঁর স্পষ্ট অবস্থান।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, “জীবনের সঙ্গী আপনাকেই বেছে নিতে হবে। বাবা–মা যদি জোর করে কাউকে পছন্দ করান, সেটা খুবই খারাপ। জীবন তো আপনার, সিদ্ধান্তও আপনার হওয়া উচিত।” তাঁর মতে, নিজের মতামতকে ভয় পেলে বা অন্যের ওপর সিদ্ধান্ত ছেড়ে দিলে ভবিষ্যতে সমস্যা হতেই পারে। সম্পর্কের ভিত্তি দাঁড়িয়ে থাকে পারস্পরিক বোঝাপড়া, যা নিজের পছন্দ ব্যতীত সম্ভব নয়।
আরও পড়ুনঃ নীলের সঙ্গে বিবাহ-বি’চ্ছেদের জল্পনার মাঝেই কলকাতায় রাতের পার্টিতে আরিয়ান–তৃণার জমজমাট আড্ডা! কী কথা হল শাহরুখ পুত্রের সঙ্গে?
নিজের অভিজ্ঞতা, শিক্ষা আর পরিবার–পরম্পরার ভাবনা মিলিয়েই এই বার্তাটি দিয়েছেন পিসি সরকার জুনিয়র। ম্যাজিকের মঞ্চের বাইরে তিনি যে সম্পর্ক, পরিবার এবং ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে এত গভীরভাবে ভাবেন—এই সাক্ষাৎকার সেই সত্যই আরও স্পষ্ট করে দিল। একই সঙ্গে তিনি নতুন প্রজন্মকে সাহসী সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন। ব্যক্তিগত জীবনের মতোই ম্যাজিকের ভবিষ্যতও যে তাঁর কাছে সমান উজ্জ্বল—তাঁর কথায় আবারও সেটাই ধরা পড়ল।






