টলিউড অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) এবং অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের (Pinky Banerjee) দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০২৩ সালে। প্রায় বারো বছর একসঙ্গে থাকার পর তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। এই সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল বেশ কয়েক বছর আগেই, যার কেন্দ্রে ছিল কাঞ্চনের নতুন সম্পর্ক। বিচ্ছেদের পর পিঙ্কি তাঁদের ছেলে ওশকে নিয়ে নিজের মতো করে জীবন কাটাচ্ছেন, অভিনয় ও ব্যক্তিগত জীবন—দুটোকেই সমানভাবে সামলাচ্ছেন।
বিবাহবিচ্ছেদের পর কাঞ্চন মল্লিক নতুন জীবনে পা রাখেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) সঙ্গে। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি তাঁরা আইনি বিয়ে সারেন। এরপর মার্চ মাসে সামাজিকভাবে বিয়ে হয় তাঁদের। কাঞ্চনের এটি তৃতীয় বিবাহ। নতুন সংসার শুরুর পর খুব অল্প সময়ের মধ্যেই তাঁদের জীবনে আসে নতুন অতিথি। ২০২৪ সালের নভেম্বর মাসে শ্রীময়ী ও কাঞ্চন একটি কন্যা সন্তানের বাবা-মা হন।
তাঁদের মেয়ের নাম রাখা হয় ‘কৃষভি’ (Krishvi)। এই খবরে তাঁদের ঘনিষ্ঠ মহলে খুশির হাওয়া বয়ে যায়। অন্যদিকে, পিঙ্কি নিজের সন্তান ওশকে নিয়ে ব্যস্ত থাকেন এবং নিজের কেরিয়ারে মনোনিবেশ করেন। সম্প্রতি একটি পডকাস্ট শোতে হাজির হন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি কখনও কাঞ্চন ও শ্রীময়ীর মেয়েকে দেখতে চান বা কোলে নিতে চান? এই বিষয়ে তিনি স্পষ্ট জানান,
এ নিয়ে তিনি কখনও ভাবেননি, প্রশ্নটাই তাঁর মনে আসেনি। তিনি এ বিষয়ে কখনও ভাবেননি, কারণ তাঁর কাছে জীবন অন্যভাবে এগিয়ে চলার নাম। তবে পিঙ্কি আরও বলেন, তিনি এমন একজন মানুষ, যিনি কারও ভালো চাওয়াতে বিশ্বাস করেন। যাঁদের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ না থাকলেও, তাঁদের সুন্দর জীবন কামনা করতে তিনি একটুও দ্বিধা বোধ করেন না।
তিনি মনে করেন, প্রতিটি শিশুই সমান ভালোবাসার যোগ্য। তাঁর কথায়, তিনি সব শিশুর প্রতিই সমান ভালোবাসা অনুভব করেন। যদি তাঁকে একসঙ্গে তিনটি শিশুর মধ্যে একটিকে কৃষভি বলে বেছে নিতে বলা হয়, তিনি পারবেন না, কারণ মা হিসেবে তাঁর স্নেহ সবার জন্যই সমান তাই তিনি সযত্নে কোলে তুলে নেবেন সকলকেই। তিনি বলেন, “হাজারো হোক আমি তো একজন মা!”
আরও পড়ুনঃ প্রেরণা নয়! ‘অনুরাগের ছোঁয়া’-র অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে সৈকত দে! জানেন কে সেই জনপ্রিয় অভিনেত্রী?
এই সাক্ষাৎকারে পিঙ্কির উত্তরে স্পষ্ট যে, অতীতকে পেছনে ফেলে তিনি নিজের জীবনে স্থিতিশীল থাকতে চান। কাঞ্চন-শ্রীময়ীর নতুন সংসার নিয়ে কোনও তিক্ততা নেই তাঁর মনে। বরং নিজের সন্তান ওশের সঙ্গে সময় কাটাতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। অতীতের সম্পর্ক ছেড়ে পিঙ্কি এখন নিজের মতো করে জীবন কাটাচ্ছেন, যেখানে রয়েছে তাঁর ছেলে ওশ এবং তাঁর নিজস্ব পেশাগত সাফল্য।