চেঙ্গিজ হিট! বুমেরাংয়ের আগেই দ্বিতীয়বার বাবা হচ্ছেন সুপারস্টার জিৎ! সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি

ভক্তদের জন্য দারুন সুখবর, দ্বিতীয়বার বাবা হতে চলেছেন আমাদের সকলের প্রিয় টলিউড অভিনেতা। কিছুদিন আগেই পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) তাঁর বাবা হওয়ার খুশি জানিয়েছেন। এবার জানালেন টলিউডের আরেক অভিনেতা। সেই সু-খবর সংবাদ মাধ্যমে জানালেন অভিনেতা নিজেই। তাঁদের সুন্দর কিছু ফোটোশুটের ছবি পোস্ট করে নায়ক লেখেন, “খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, পরিবারের সদস্য বাড়তে চলেছে। আসতে চলেছে আমাদের দ্বিতীয় সন্তান। সকলের আশীর্বাদ কাম্য।”

অভিনেতার সেই পোস্ট দেখে খুশির আমেজ ভক্তমহলে। সকলেই অভিনন্দন জানিয়েছেন তাঁকে। অভিনেতার মেয়ের বয়স এখন ১১ বছর। এবার তাঁর ঘরে আসতে চলেছেন আরেক ছোট্ট সদস্য। দ্বিতীয়বার বাবা হতে চলেছেন অভিনেতা জিৎ (Jeet)। মা হচ্ছেন মোহনা মদনানি (Mohna Madnani)। পরিবারের নতুন অতিথি আসার খবর সকলের সাথে ভাগ করে নিলেন তাঁরা।

ছবিতে নীল রঙের পোশাকে তিনজনেই ছিলেন, বিশেষ ‘ম্যাটারনিটি শুট’-এর ছবিতে প্রকাশ্যে মোহনার স্ফীতোদর। বোঝাই যাচ্ছে, খুব বেশিদিন দেরি নেই। আর বাকি মাত্র কয়েক মাস, তারমধ্যেই ভূমিষ্ঠ হবে তাঁদের দ্বিতীয় সন্তান। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং পরিচালক রাজ চক্রবর্তীর পাশাপাশি এবার জিৎ ও মোহনাও পেতে চলেছেন সেই খুশির ছোঁয়া।

আরো পড়ুন: ‘আমাকে আর কেউ ডাকে না, আর ফ্রি সিনেমা দেখতে যাই না’! অবসাদ গ্রাস করেছে পার্ণো মিত্রকে

শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে নায়কের পোস্টের মন্তব্য বাক্স। টলিউডের সকল তারকা, অঙ্কুশ থেকে প্রিয়ঙ্কা ত্রিপেদী সকলেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সেই ছবি। বড় পর্দায় প্রথম বার প্রিয়ঙ্কার সঙ্গেই জুটি বেঁধেছিলেন জিৎ। পোস্টটিতে অভিনেত্রী প্রিয়ঙ্কা ত্রিপেদী লেখেন, “দারুণ খবর। অনেক শুভেচ্ছা তোমাদের।”

অভিনেতা অঙ্কুশ সেই পোস্টের কমেন্টে লিখেছেন “তোমাদের শুভেচ্ছা জিৎদা।” টলিপাড়ায় সামনে আসছে একের পর এক সু-খবর। কয়েকদিন আগেই দাদু হওয়ার খুশি জানিয়েছিলেন ‘ফেলুদা’ সব্যসাচী চক্রবর্তী। ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তী হয়েছেন মা-বাবা। শোনা যাচ্ছে, ডিসেম্বরে ডেলিভারি হওয়ার কথা শুভশ্রীর।

You cannot copy content of this page