অবিকল সুচিত্রা সেন! রাইমার ফোটোশুট দেখে নস্টালজিক নেটিজেনরা

সুচিত্রা সেনকে নিয়ে বাঙালির আবেগের শেষ নেই। তিনি আক্ষরিক অর্থেই মহানায়িকা। তার চোখের চাহনি থেকে বডি ল্যাঙ্গুয়েজ, অভিনয়ের জগতে বাংলা সিনেমায় তার ধারে কাছে কেউ কোনদিনও আসতে পারেননি এবং পারবেনও না। তার চোখ মুখে অদ্ভুত এক মাদকতা ছিল সম্মোহিত করে রাখত দর্শকদের। তার পরের প্রজন্ম তার কন্যা মুনমুন সেনের মধ্যে তার মুখের কোনো আদল না পাওয়া গেলেও তার বড় নাতনি রাইমা সেনের মুখে কিন্তু দিদিমার ছাপ সুস্পষ্ট।

Raima Sen

রাইমা যখন সনাতন সাজে চোখে কাজল কপালে টিপ দিয়ে ক্যামেরার সামনে আসেন তখন অনেকেই চমকে যান। এ তো পুরো সুচিত্রা সেন লাগছে! এবার তিনি ওয়েস্টার্ন পোশাকেও বেশ কয়েকটি ফটোশুট করেছেন যেখানে তার মুখভঙ্গিমা দেখলে আপনি চমকে যাবেন। অবিকল সুচিত্রা সেন লাগছে রাইমাকে।

তবে রাইমা কিন্তু বেশ বোল্ড ফটোশুট করছেন অনেকদিন ধরেই।

Raima Sen

কখনো নিম্নাঙ্গে কিছু না পরে আবার কখনো বা উন্মুক্ত বক্ষ বিভাজিকায় সোশ্যাল মিডিয়ায় আগুন লাগাচ্ছেন মুনমুন কন্যা। হইচইয়ের জনপ্রিয় সিরিজ হ্যালোতে দাপিয়ে অভিনয় করেছেন রাইমা। তার পোস্ট করার ফটোগুলিতে অনুরাগীদের কমেন্ট দেখলেই বোঝা যাবে তিনি কতটা জনপ্রিয়।

You cannot copy content of this page