“শুভশ্রী গাঙ্গুলীকে আপনারা চেনেন?” “একজন অভিনেত্রী বলে কি সে মেসির ভক্ত হতে পারে না?” যুবভারতীর অরাজকতায়, ছবি পোস্ট করতেই টার্গেট ট্রোল শুভশ্রীকে! ক্ষো’ভ উগরে, সমাজ মাধ্যমে স্ত্রীর পাশে শক্ত হয়ে দাঁড়ালেন রাজ চক্রবর্তী!

গতকাল মেসির কলকাতা আগমন (Messi Kolkata Visit) ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, তার মধ্যেই অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) উপস্থিত ছিলেন। যদিও তার উদ্দেশ্য ছিল শুধু অনুষ্ঠান ও মিট অ্যান্ড গ্রিটে যোগদান করা। কিন্তু সামাজিক মাধ্যমে হঠাৎ তার বিরুদ্ধে শুরু হওয়া সমালোচনা তাকে সবচেয়ে বেশি আঘাত করেছে। অনেকে প্রশ্ন তুলেছে, “একজন সিনেমার নায়িকার ওখানে থাকার কী দরকার?” এই নিয়ে অভিনেত্রী নিজেই প্রতিক্রিয়া দিয়ে বলেছেন, একজন মানুষ একাধিক পরিচয় নিয়ে সমাজে উপস্থিত হতে পারে। শুভশ্রী একজন মা, স্ত্রী, বন্ধু, অভিনেত্রী এবং ভক্তও হতে পারেন।

কিন্তু, তাতেও কোনও ফল হয়নি। সমাজ মাধ্যমে তাঁকে ঘিরে সমালোচনা বরং আরও কড়া হয়েছে! এই ঘটনার প্রেক্ষাপটে অভিনেত্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এদিন সামাজিক মাধ্যমে জানালেন তীব্র প্রতিক্রিয়া! তিনি প্রথমেই স্পষ্ট করেছেন যে যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া অরাজকতা অনভিপ্রেত এবং ফুটবলপ্রেমী বাঙালির জন্য লজ্জাজনক। রাজ প্রশ্ন তুলেছেন, এত বড় ইভেন্টের নিরাপত্তা ব্যবস্থা কি যথেষ্ট ছিল? কেন হাজার হাজার টিকিট ক্রেতা প্রিয় খেলোয়াড়কে ঠিকভাবে দেখতে পারেননি?

তিনি স্পষ্ট করে বলেছেন, দোষীদের শাস্তি প্রয়োজন কিন্তু শুভশ্রীর সঙ্গে এই বিশৃঙ্খলার কোনও যোগ নেই। রাজ বার্তা দিয়েছেন যে ট্রোলিং, সমালোচনা ও মিম তৈরির চাপে একজন নারী কীভাবে পীড়িত হতে পারে, তা সমাজের উচিত বোঝা। তিনি মনে করিয়েছেন, শুভশ্রী শুধুমাত্র একজন নারী নয়, একজন মানুষের মতোই অনুভূতি এবং মর্যাদা রাখেন। রাজনৈতিক নেতাদের কিছু ‘মিডিয়ার অল্টারনেট ন্যারেটিভ’ তৈরি করা এবং শুভশ্রীর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করা পুরোপুরি অযৌক্তিক বলে দাবি তাঁর।

তিনি জোর দিয়ে আরও বলেছেন, এই ধরনের আচরণ ভবিষ্যতের প্রজন্মের জন্যও ক্ষতিকর শিক্ষা হতে পারে। তাঁর নিজের ভাষায়, ‘গতকাল কিন্তু মিডিয়ার অনেক মানুষ উপস্থিত ছিল মাঠে। তারা কী করছিলেন? তারা আড়ালে থেকে যাচ্ছেন কেন? আপনারা চেনেন শুভশ্রী গাঙ্গুলীকে? বিনা কারণে সমালোচনা করা হচ্ছে কেবলমাত্র একজন অভিনেত্রীকে, অন্যদেরকে নয়!’ রাজের কথায় প্রকাশ পেয়েছে যে শুভশ্রীও প্রিয় ফুটবলারকে দেখতে গিয়েছিলেন, ঠিক যেভাবে অন্যান্য সাধারণ দর্শক গিয়েছিলেন।

আরও পড়ুনঃ ‘মেসির সঙ্গে সেলফি পাঠাও! কেমন লাগল নয় হাজারের টিকিট কেটে?’ আমি তো খুশি, বেশ হয়েছে!’ ব্যর্থ মেসি দর্শনের পর সায়কের মন্তব্য! ‘এই নাকি ইনফ্লুয়েন্সার, মানুষ কাঁদছে আর উনি হাসছেন!’ ‘আবেগ নিয়ে খেলাটা অসভ্যতা!’ মেসি কাণ্ডে ‘মজা’র ভিডিও ঘিরে কটাক্ষ নেটিজেনদের!

কিন্তু তার পেশা বা পরিচয়কে নিয়ে অযাচিত সমালোচনা চলেছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। শেষে রাজ চক্রবর্তীর বার্তা সবচেয়ে আবেগঘন হয়ে দাঁড়িয়েছে, যেখানে তিনি স্ত্রীকে সমর্থন জানিয়েছেন, “আমি জানি তুমি কতটা শক্তিশালী! আমি তোমাকে অনেক ভালোবাসি। জীবন আমাদের যেখানে নিয়ে যাক না কেন আমি প্রতিজ্ঞা করছি, সর্বদা তোমার পাশে দাঁড়াব!” এই উষ্ণ এবং সাহসদায়ক বার্তা শুধু শুভশ্রীকে নয়, সকল নারীদের উদ্দেশ্য করে তিনি বলেছেন যে তাদের কণ্ঠ, শক্তি এবং মর্যাদা রক্ষা করা সমাজের দায়িত্ব।

You cannot copy content of this page