আমাদের সোশ্যাল মিডিয়া এক আশ্চর্য জগত। এখানে কারোর জীবনের বিভিন্ন ঘটনা আমরা সহজেই নিজের চোখে দেখে ফেলতে পারি। সেলিব্রেটিরা তাদের বিভিন্ন সময়ের কাটানো মুহূর্ত তাদের অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন। এই ভাবেই বজায় থাকে জনসংযোগ।আগে বলিউডের তারকারা সোশ্যাল মিডিয়ায় ভীষণ ব্যস্ত থাকলেও ধীরে ধীরে টলিউডও শিখেছে কীভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মানুষের কাছাকাছি থাকা যায়।
এই যেমন টলিপাড়ার বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী এবং তার স্ত্রী শুভশ্রী গাঙ্গুলী। এরা দুজনেই সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয়। ছেলে ইউভান এর জন্মের দিন থেকেই তারা ছেলেকে সকলের সামনে নিয়ে এসেছেন। একরত্তি ইউভানকে চোখের সামনেই বড় হতে দেখেছে নেটিজেনরা। প্রায়শই রাজ শুভশ্রী নিজের ছেলের ভিডিও বা ছবি শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়।
তবে আজ সকালে রাজ চক্রবর্তী যে ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামের পাতায় তা দেখে মন ভিজেছে নেটিজেনদের। ইউভান এর জন্মের এক মাস আগেই করোনায় প্রয়াত হন রাজ চক্রবর্তীর বাবা। দাদুর সঙ্গে দেখা হয়নি নাতির।
আজ সকালেই নিজের দাদুর একটি ছবি নিয়ে বারবার আঙ্গুল দিয়ে ইউভান বলতে থাকে ‘দাদা’। পাশ থেকে কেউ একটা বলছিলেন যে হ্যাঁ তো এটাই তোমার দাদা তো। শুভশ্রী তখন বলেন যে দাদাকে একটু কিসি দিয়ে দাও। ছোট্ট ইউভান তখন দাদার ছবিতে নিজের ঠোঁট ঠেকিয়ে আদর করে।
এই ভিডিও দেখে আবেগে চোখের জল ধরে রাখতে পারেননি অনেক নেটিজেন। যেভাবেই নাতি তার না দেখা দাদুকে আদর করছে তা দেখে ইমোশনাল হয়ে গেছে বাঙালি। সকলেই কমেন্ট বক্সে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ইউভানকে।
View this post on Instagram
“আমার হাত দেখে কি মনে হচ্ছে, আমি কি কাপড় কাচার জন্যই জন্মেছি? ডু ইউ থিঙ্ক সো!”— ঐন্দ্রিলার দাম্ভিক মন্তব্যে সমাজ মাধ্যমে তোলপাড়! ‘কেন, কাপড় কাচা কি খারাপ জিনিস? বরং না পারাটাই লজ্জার!’ ‘এত অহংকার ভালো না, হঠাৎ পরিস্থিতি বদলে গেলে কি হবে জানেন?’— নেটপাড়ার কটাক্ষ!