‘মহুয়া রায়চৌধুরীকে নিয়ে নেতিবাচক কথা বলছেন অভিনেত্রী রত্না ঘোষাল’- অভিযোগ করে বায়োপিক থেকে রত্নাকে বাদ দিলেন রানা!

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কিংবদন্তী নায়িকা মহুয়া রায়চৌধুরী। টলিউডে তাঁর অবদান কম নয়। প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বান্ধবী তথা কাছের মানুষ অভিনেত্রী রত্না ঘোষালের দেওয়া ব্যক্তিগত সাক্ষাৎকারে তোলপাড় সমাজমাধ্যম। সাক্ষাৎকারে তাঁর বলা ‘নেতিবাচক’ কথার প্রতিবাদ করেছেন প্রযোজক রানা সরকার৷

সমাজমাধ্যমে প্রকাশ্যে প্রতিবাদ প্রযোজক রানা সরকারের

সমাজমাধ্যমে পরিচালক সাফ লিখছেন,’তিনি এই কথা হাসতে হাসতে বলুন বা যেভাবেই বলুন বিষয়টা ভীষণ সিরিয়াস ৷ একটা কথা বুঝতে হবে গোলা ওনার ছেলে এখনও আছেন ৷ তাঁকে তো সমাজে বেঁচে থাকতে হয় ৷ মহুয়া রায়চৌধুরী মারা যাওয়ার পর থেকে অসংখ্য অবাঞ্ছিত পরিস্থিতির মধ্যে তাঁদের পড়তে হয়েছে যা আমরা কেউ জানি না।’

death anniversary

তিনি আরও লেখেন, ‘ফলে মহুয়ার বন্ধু বলে যিনি পরিচয় দিচ্ছেন তিনি এই ধরনের কথা বলছেন যা আপত্তিকর ৷ এই সমস্ত জিনিসের সত্যতা যাচাই করার কোনও জায়গা নেই ৷ এখন রত্নাদি সত্যি বলছেন না মিথ্যে বলছেন, বা কি হয়েছে তা কেউ জানতে পারবেন না ৷’

death anniversary

প্রসঙ্গত পরিচালক জানান, তাঁরা যে সিনেমা তৈরি করছেন তার প্রামাণ্য তথ্য রয়েছে৷ পরিবার ও অন্যান্য ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কথা বলে সিনেমার চিত্রনাট্য তৈরির কাজ। পরিচালক জানান, ‘কাউকেই আমরা অসম্মান করতে চাই না ৷ মহুয়া রায়চৌধুরীর কাহিনীতে রত্না ঘোষালের চরিত্র লাগেই এমনটা নয় ৷

‘গুণ গুণ করে মহুয়া’ ছবিতে থাকছে না রত্না ঘোষালের চরিত্র

আরও পড়ুন: “একের পর এক সম্পর্ক বানিয়েছেন, ভালোবাসার নাম করে টাকা নিয়েছেন…” জি বাংলার ‘এই’ নায়কের থেকে দূরে থাকার সতর্কবাণী সায়ন্তনী গুহ ঠাকুরতার

উল্লেখ্য, প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জীবনকে কেন্দ্র করে আসছে সোহিনী ভৌমিক পরিচালিত ছবি ‘গুন গুন করে মহুয়া’। ছবির প্রযোজক রত্না ঘোষালের সঙ্গে সহযোগিতার জন্য কথাও বলেছিলেন ৷ তবে তাঁর ‘নেতিবাচক’ মন্তব্যকে কেন্দ্র করে পরিচালক বলছেন, ‘রত্না ঘোষালের মতো এমন অনেক বন্ধু মহুয়া রায়চৌধুরীর আছে ৷ ফলে আমাদের প্রয়োজন পড়ছে না রত্না ঘোষালের চরিত্র রাখার ৷ তবে এমনটা নয় যে, উনি এমন বক্তব্য রেখেছেন বলেই আমরা ওনাকে বাদ দিচ্ছি।’

death anniversary

Back to top button