রানাঘাটের স্টেশন থেকে ভাইরাল হয়েছিলেন রানু মণ্ডল। তারপর আবার কাঁচা বাদাম গান গেয়ে ভাইরাল হলেন ভুবন বাদ্যকর। লতাজির গান গেয়ে ভাইরাল হয়েছেন রানু। তারপর বলিউডেও গান গেয়েছেন। এদিকে ভুবনের এখন ভুবনভরা খ্যাতি। সামান্য কাঁচা বাদাম বিক্রি করে তিনি আজ এমন জায়গায় পৌঁছেছেন যে তারকাদের সঙ্গে একই মঞ্চ শেয়ার করছেন তিনি। তবে এবার এই দুই তারকাকে পাওয়া গেলো একসঙ্গে। কীভাবে?
সোশ্যাল মিডিয়ার দৌলতে কখন কে ভাইরাল হয়ে যাবে সেটা আজকাল আর বলা যায় না। বাদাম কাকু আর রানু মন্ডল এবার একসাথে গান গাইলেন।তবে বাস্তবে এমনটা নয়। আসলে সোশ্যাল মিডিয়াতে একটি বিশেষ সফটওয়্যারের সাহায্য নিয়ে তৈরী করা হয়েছে একটি ভিডিও যেখানে ‘যারা সা ঝুম লু মে’ গান গাইতে দেখা যাচ্ছে এই দুজনকে। এই ভিডিও ভাইরাল হয়ে গেছে মুহূর্তের মধ্যে। সবাই অবাক যে এটা ভেবে যে কীভাবে এই দুই শিল্পী একসাথে হলেন?
ভিডিওটি এডিটিংয়ের সাহায্যে তৈরী করা হলেও সেটা দর্শক সহজে বুঝতে পারেননি। ভিডিও দেখে যে বেশ মজাই পেয়েছেন নেটিজেনরা সেটা কমেন্ট বক্স থেকেই বোঝা গেছে।
তবে একটা সময় রানু মণ্ডল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও বর্তমানে তিনি আর কোথাও সুযোগ পাচ্ছেন না।
খুব কম সময়ে তাঁরা দুজনেই জনপ্রিয় হয়েছেন। এখন এতটা কম সময়ে একজন সাধারন বাদাম বিক্রেতা এতটা জনপ্রিয়তা পেয়ে যাওয়ায় সেটা নিয়ে চিন্তিত সাধারণ মানুষ। কারন মানুষ সহজে যে জিনিসটা পেয়ে যায় সেটার মূল্য দিতে তার অনেক সময় লেগে যায়। আর এখানে তাঁকে বিশেষ পরিশ্রমও করতে হয়নি খ্যাতি অর্জন করার জন্য।
“তোমার মেয়ের বাবাই আমার ছেলের বাবা, বাড়াবাড়ি করো না” শ্রীময়ীর কটাক্ষের জবাব দিয়ে শান্ত গলায় তীব্র বার্তা পিঙ্কির!