জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’-য় (Parineeta) যেমন গল্প এখন টানটান, তেমনই দর্শকের আগ্রহের কেন্দ্র এখন রয়েছে ধারাবাহিকের দুই মূল চরিত্র মল্লার আর শিরিন। পর্দায় তাঁদের রসায়ন ইতিমধ্যেই প্রশংসিত, তবে বাস্তব জীবনে তাঁদের ঘনিষ্ঠতা যেন আরও বেশি আলোচনার বিষয় হয়ে উঠেছে। দর্শক মহলে গুঞ্জন ছড়িয়েছে—তবে কি রিয়াজ লস্কর (Riaz Laskar) আর সুরভি মল্লিকের (Surabhi Mallick) মধ্যে সত্যিই প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে?
সমাজ মাধ্যমে একসঙ্গে ছবি, রিল এবং নানা পোস্ট রীতিমতো হইচই ফেলেছে। কখনও শ্যুটিংয়ের ফাঁকে একসঙ্গে সময় কাটানো, কখনও আবার অফ-স্ক্রিন খুনসুটিতে মাতছেন তাঁরা। এসব দেখে অনেকেই ধরে নিচ্ছিলেন, এই বন্ধুত্বের রসায়ন নিছকই বন্ধুত্বে আটকে নেই। একাধিক অনুরাগী ইতিমধ্যেই তাঁদের ‘রিয়াভি’ নাম দিয়ে জুটি হিসেবে ডাকতে শুরু করেছেন।
তবে অবশেষে এই প্রেমের গুঞ্জনে নিজেই সিলমোহর দিলেন রিয়াজ লস্কর। তিনি স্পষ্ট জানালেন, সুরভি তাঁর অত্যন্ত কাছের বন্ধু হলেও তাঁদের সম্পর্কের মধ্যে প্রেম নেই। রিয়াজের কথায়, “এইসব পোস্ট দেখে আমরাই হাসাহাসি করি। শুধু সুরভি নয়, উদয়, অনামিকা—সবাই মিলে খুব ভাল সময় কাটাই। বন্ধুত্বটাও যেমন স্বচ্ছ, তেমনই সৎ।” তাঁর বক্তব্যে ছিল একরাশ স্পষ্টতা।
অভিনেতার মতে, শ্যুটিংয়ের সূত্রেই তাঁদের মধ্যে এক বিশেষ যোগ তৈরি হয়েছে। তবে সেটিকে প্রেমের রং দেওয়া ঠিক নয়। রিয়াজ মনে করেন, কিছু বন্ধুত্ব সময়ের সঙ্গে মুছে যায়, আবার কিছু সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। সুরভির সঙ্গে যে সংযোগ তৈরি হয়েছে, সেটা টিকে থাকবে বলেই বিশ্বাস করেন তিনি। এই মন্তব্যের পর দর্শকদের মধ্যে অনেকের কৌতূহল হয়তো মিটবে।
আরও পড়ুনঃ সন্তানের মৃ’ত্যুতেও শুটিং করেন বিশ্বনাথ! পেশার দায়ে থেমে থাকেনি শোক! জীবনের সবচেয়ে কষ্টের সময়েও পেশাদার থাকেন অভিনেতা! জানেন কী ঘটে অভিনেতার সঙ্গে?
উল্লেখ্য, অতীতে অনুষ্কা গোস্বামীর সঙ্গেও রিয়াজকে নিয়ে নানা কথা ওঠে। তবে বাস্তব জীবনে রিলেশনশিপ না থাকলেও রিয়াজ ও সুরভির অনস্ক্রিন কেমিস্ট্রি যে অনবদ্য, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ‘পরিণীতা’ ধারাবাহিক যেমন জনপ্রিয়তা পাচ্ছে, তেমনই এর সঙ্গে অভিনেতাদের সম্পর্ক ঘিরে তৈরি হওয়া আলোচনা দর্শকের আকর্ষণ আরও বাড়িয়ে দিচ্ছে।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।