টেলিভিশনের জনপ্রিয় মুখ ঋজু বিশ্বাস আবারও শিরোনামে— তবে বার্তালাপে নয়, বিতর্কের কেন্দ্রে। ‘বৌ কথা কও’ ধারাবাহিকের সময়ে আকস্মিক ভাবে বিয়ে করেছিলেন তিনি— এমনটাই জানিয়েছিলেন তাঁর ঘনিষ্ঠ মহল। কিন্তু সেই শান্ত সংসারে নাকি নেমেছিল কালো মেঘ। সাম্প্রতিক সময়ে অভিনেতার বিরুদ্ধে উঠেছে বউকে শারীরিক এবং মানসিক অত্যাচারের অভিযোগ! সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে একাধিক স্ক্রিনশট, যেখানে ঋজুর নাম জড়িয়ে পড়েছে নাকি অন্য মেয়ের সঙ্গে চ্যাটে। স্বাভাবিকভাবেই তুমুল প্রশ্নবাণে বিদ্ধ অভিনেতা।
হাওড়ার শ্বশুরবাড়ির সামনে নাকি তাঁকে বেধড়ক মারধরও করা হয়েছিল— এমন গুঞ্জন আরও আগুনে ঘি ঢেলেছে। দর্শকের একাংশ এই ঘটনার সত্যতা খুঁজতে উঠে পড়ে লাগলেও, ঋজু দৃঢ় কণ্ঠে অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, এসব শুধুই রটনা— আর কিছু নয়। বরং, সত্য প্রতিষ্ঠার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। বলেন, “হাওড়ায় কোথায় আমার শ্বশুরবাড়ি— আমি জানতে চাই! আমার বৌ ও শ্বশুরবাড়ির লোকদের সামনে নিয়ে আসা হোক। প্রমাণ দেওয়া হোক!”
শেষ সাত মাসে কোনও ধারাবাহিকে দেখা যায়নি ঋজুকে। কারণ, মায়ের অসুস্থতা। পরিবারকে সময় দিতে গিয়ে স্টুডিয়োপাড়া থেকে দূরেই ছিলেন তিনি। কিন্তু সেই সুযোগেই নাকি নানা গুজব ছড়িয়ে পড়েছে চারদিকে। অভিনেতার কথায়, “এখন অনেকেই নিজের ইচ্ছেমতো গল্প বানাচ্ছেন। কেউ কি দেখাতে পারবেন আমি অশালীন প্রস্তাব দিয়েছি?” তাঁর প্রশ্ন— সমাজমাধ্যমে কারও সঙ্গে কথা বললেই কি তা অপরাধ?
যদিও অভিযোগের ঝড়ে ক্ষতবিক্ষত হলেও আত্মসমালোচনা করেছেন অভিনেতা। তাঁর স্বীকারোক্তি— কিছু জায়গায় হয়তো ভুল তিনি করেই ফেলেছেন। কিন্তু একটাই কষ্ট— সহ-অভিনেতাদের ভূমিকা! তাঁরই সহকর্মীরা যখন এসব বিষয় নিয়ে প্রকাশ্যে ‘মজা’ করতে শুরু করেছেন, তখন তা দেখে মন ভেঙে গিয়েছে তাঁর।
আরও পড়ুনঃ বাড়িতে রইল ছোট্ট বোন ইয়ালিনি! মা শুভশ্রীকে জন্মদিনে সারপ্রাইজ দিতে বাবা রাজকে সঙ্গে নিয়ে কোথায় ছুটল ছোট্ট ইউভান?
সমস্ত বিতর্কের মাঝেই একটি কথাই বারবার বলছেন ঋজু— “অভিযোগ নয়, প্রমাণ দিক!” এখন দেখার, এই নাটকীয় অভিযোগ-প্রতি-অভিযোগের শেষে কোন সত্য প্রকাশ্যে আসে। অভিনেতা কি পারবেন নিজের সম্মান রক্ষায় জয়লাভ করতে? নাকি গুজবই হবে তাঁর জীবনের সবচেয়ে ভয়ংকর প্রতিপক্ষ!






