রাতের ঘুম উড়ে গিয়েছে ঋষি কৌশিকের! নতুন প্রজন্মের ভিড়ে সুযোগ হারাচ্ছেন অভিনেতা? অভিনয়ের রাস্তা কি সত্যিই বন্ধ হয়ে যাচ্ছে তার জন্য?

ছোট পর্দার নিয়মিত দর্শকদের কাছে ‘উজান চ্যাটার্জি’ নামটি এক সময় এক আবেগের নাম ছিল। তাঁকে দেখলেই টিআরপি হুহু করে বাড়ত, দর্শক চোখ রাখতে ভুলতেন না পর্দায়। কিন্তু সময় বদলেছে, এবং সেই সঙ্গে বদলে গিয়েছে ঋষি কৌশিকের কেরিয়ারের গতিপথ। এখন প্রশ্ন উঠছে— জনপ্রিয়তার সেই চূড়া ছুঁয়ে আজ কোথায় অভিনেতা? আবার কি ফিরছেন পুরনো মেজাজে?

‘কুসুম দোলা’ শেষ হওয়ার পর টেলিভিশনের দুনিয়া থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন ঋষি কৌশিক। মাঝে হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেন বটে, তবে ‘উজান’ বা ‘রণ’-এর মতো চরিত্রের গ্রহণযোগ্যতা আর কোথাও মেলেনি। দীর্ঘ সাত বছর বড় কোনও হিট ছাড়াই কেটেছে সময়। তাই নতুন করে প্রশ্ন উঠেছে— সাফল্যহীন এতগুলো বছর পার করে ফের নায়ক হিসাবে ছোট পর্দায় ফিরতে চলেছেন কি ঋষি?

এক সময় যাঁকে ধারাবাহিকের হিট মেশিন বলা হত, তাঁর কেরিয়ারে যখন টানাপড়েন দেখা দেয়, তখন কি অবসাদ চেপে বসে? সোজাসাপ্টা উত্তর দিলেন অভিনেতা— “মন খারাপ তো হবেই। আমিও তো মানুষ। নিজের কেরিয়ারে ধারাবাহিকতা পাইনি, কিন্তু কেউ ইচ্ছে করে নিজের ক্ষতি চায় না।” নিজের অদৃশ্য হয়ে যাওয়ার দায় স্বীকার করে নিয়েও তিনি জানান, প্রত্যেকের জীবনে এমন পর্যায় আসে, যেখানে গাড়ি থমকে যায়— এবং সেটা নিজেও টের পান।

চুপচাপ সময় পার করলেও নিজেকে ধরে রেখেছেন ঋষি। কী ভাবে সামলেছেন নিজেকে? উত্তর এল, “আমি ঈশ্বর এবং ইতিবাচক শক্তিতে বিশ্বাস করি। ধ্যান করি নিয়মিত। প্রার্থনাই আমার প্রধান ভরসা।” পাশাপাশি তিনি আরও বলেন, এই কঠিন সময় এক একজন এক এক ভাবে কাটিয়ে ওঠেন— কেউ বই পড়েন, কেউ ঘুরতে যান, কেউ বা অন্য কিছু। তবে নিজেকে কখনও ভেঙে পড়তে দেননি তিনি।

আরও পড়ুনঃ “হোমওয়ার্ক পরে হবে, কিন্তু নাটকটা মিস করবি না!” — পড়াশোনার চেয়েও নাটক ছিল বড়? সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের অজানা দর্শন তুলে ধরলেন মেয়ে!

সাম্প্রতিক সময়ে জোর গুঞ্জন উঠেছে— আবার নতুন কোনও ধারাবাহিকে ফিরছেন ঋষি কৌশিক। যদিও অভিনেতার স্পষ্ট মন্তব্য, “ফ্লোরে না যাওয়া পর্যন্ত কিছু বলা যায় না।” তবে তিনি যে ফের নিজেকে নতুন করে তুলে ধরার জন্য প্রস্তুত, তা স্পষ্ট তাঁর কথাতেই। বললেন, “আমি নিজেকে ভেঙে অভিনয় করতে চাই। অপেক্ষা শুধু সুযোগের।” সব ঠিক থাকলে খুব শীঘ্রই ফের ছোট পর্দায় দেখা যাবে এক সময়ের সুপারহিট এই নায়ককে।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।