এক যুগ পরে ধারাবাহিকে ফিরছেন রণিতা! ‘বাহামণি’র পর ১২ বছর দীর্ঘ বিরতি, অবশেষে ধরা দেবেন ছোটপর্দায়! অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধবেন স্টার জলসার প্রিয় নায়ক! ‘ইষ্টি কুটুম’-এর স্মৃতি উস্কে ফের কি আসছেন ঋষি কৌশিক?

টলিপাড়ার চেনা মুখেরা একে একে ছোটপর্দায় ফিরছেন। সিনেমা থেকে ওয়েব সিরিজের ব্যস্ততা সামলে অনেক অভিনেত্রী আবারও ধারাবাহিকে পা রাখছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় নায়িকা ‘রণিতা দাস’ (Ronieeta Das)। বহুদিন ধরেই তাঁর ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও তিনি কিছুদিন আগেই তাকে দেখা গিয়েছিল স্টার জলসার ‘হচ্ছেটা কি!’ (Hochhe Ta Ki) রিয়্যালিটি শো-তে। সেই সময় থেকেই দর্শক মহলে প্রশ্ন উঠছিল, কবে আবার তাঁকে দেখা যাবে ধারাবাহিকে?

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। রণিতাকে নতুন এক মেগায় দেখা যাবে খুব শিগগিরই। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হচ্ছে নতুন ধারাবাহিকটি, সম্প্রচারিত হবে স্টার জলসার পর্দায়। এই খবর সামনে আসতেই অনুরাগীদের উৎসাহ বেড়েছে বহুগুণ, তবে আরও চমক রয়েছে। রণিতার বিপরীতে থাকছেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। দুই জনপ্রিয় তারকাকে প্রথমবার একই ফ্রেমে দেখার সুযোগ পেতে চলেছেন দর্শক। প্রসঙ্গত, বিশ্বজিৎ ঘোষকে শেষবার দর্শক দেখেছেন জি বাংলার হিট ধারাবাহিক মালা বদল-এ।

বরাবরের মতোই তিনি দর্শকের চোখে ‘প্রিয় নায়ক’। তাই নতুন প্রজেক্টে তাঁর উপস্থিতি দর্শক টানতে সক্ষম বলেই মনে করছেন অনেকে। অন্যদিকে, রণিতাকে আবারও একেবারে ভিন্ন চরিত্রে পাওয়ার জন্য অধীর আগ্রহে রয়েছেন তাঁর ভক্তরা। বিশেষ করে, ‘বাহামণি’ চরিত্রে সাফল্যের পর এবার তিনি কেমনভাবে নতুন ভূমিকায় ধরা দেন, সেটাই বড় কৌতূহলের বিষয়। তবে এখনই সবকিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কারণ, রণিতা এবং বিশ্বজিৎ কেউই মুখ খুলতে চাননি তাঁদের নতুন কাজের প্রসঙ্গে।

সংবাদ মাধ্যমের প্রশ্ন এড়িয়ে তাঁরা ইঙ্গিত দিয়েছেন যে সময় এলেই সবকিছু প্রকাশ্যে আসবে। অন্যদিকে, প্রযোজনা সংস্থার তরফেও এখনও বড় কোনও ঘোষণা আসেনি। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই ধারাবাহিকের প্রথম প্রোমো প্রকাশ্যে আসবে বলে শোনা যাচ্ছে। এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, কিন্তু টলিপাড়ার অন্দরে ইতিমধ্যেই জোর গুঞ্জন শুরু হয়ে গেছে। শোনা যাচ্ছে লুক টেস্ট পর্যন্ত সেরে ফেলেছেন দু’জনেই।

আরও পড়ুনঃ টলিউডে ইধিকা ঝড়! প্রিয়তমা থেকে খাদান— বড়পর্দায় একের পর এক সাফল্য! মুক্তির অপেক্ষায় ‘বহুরূপ’! এবার টলিউডের প্রভাবশালী পরিচালকের ছবিতে নায়িকা হচ্ছেন তিনি

বর্তমানে ধারাবাহিকের লড়াই শুধু গল্পের মধ্যেই সীমাবদ্ধ নয়, টিআরপি তালিকায় টিকে থাকাও এখন বড় চ্যালেঞ্জ। আজকের দিনে কোনও ধারাবাহিক মাত্র কয়েক মাস চলেই শেষ হয়ে যাচ্ছে, আবার কিছু গল্প বছরের পর বছর ধরে জনপ্রিয়তার সঙ্গে সম্প্রচারিত হচ্ছে। ফলে, রণিতা-বিশ্বজিতের নতুন ধারাবাহিক দর্শকের মন জয় করতে পারবে কি না, তা নির্ভর করবে গল্পের ধারা ও অভিনয়ের জাদুর উপর। এখন অনুরাগীরা একটাই জিনিস চাইছেন, তাঁদের প্রিয় জুটিকে বড় সাফল্যের সঙ্গে পর্দায় দেখতে।

You cannot copy content of this page