“ভালোবাসি না বলেও হয়তো ভালোবাসা যায়, কিন্তু দেরি করলে বোধহয় অনেকটাই দেরি হয়ে যায়” হঠাৎ রুক্মিণীর আবেগঘন পোস্ট! অভিনেত্রীর কথায় কি লুকিয়ে, ব্যক্তিগত সম্পর্কে নিঃশব্দ বার্তা?

সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই একরাশ অনুভূতির কথা ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ভালোবাসা, না বলা কথা আর দেরি হয়ে যাওয়ার যন্ত্রণার কথা তাঁর লেখায় স্পষ্ট ছিল। স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে নানা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে। অনেকেই ভেবেছিলেন, হয়তো ব্যক্তিগত জীবনের কোনও অভিজ্ঞতার কথা ইঙ্গিতেই তুলে ধরছেন তিনি। তবে খুব তাড়াতাড়িই পরিষ্কার হয়ে যায়, এই আবেগঘন কথার নেপথ্যে রয়েছে তাঁর আগামী ছবি এবং তারই একটি গুরুত্বপূর্ণ সংলাপ।

আসলে আগামী ১৩ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে রাহুল মুখার্জির পরিচালনায় নতুন প্রেমের ছবি ‘মন মানে না’। সেই ছবির টিজার শেয়ার করেই রুক্মিণী এমন কথা লিখেছিলেন। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, এটি তাঁর ব্যক্তিগত অনুভূতি নয়, বরং ছবির গল্পের অংশ। টিজার পোস্টের সঙ্গে তিনি লেখেন, ‘মন মানে না’ নামটি শুনলেই নস্টালজিয়া ফিরে আসে। পুরনো দিনের স্মৃতি, মিষ্টি মুহূর্ত আর আবেগ যেন একসঙ্গে মনে পড়ে যায়।

এই ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা হিয়া চট্টোপাধ্যায়কে। তাঁর বিপরীতে রয়েছেন ঋত্বিক ভৌমিক। গল্পে গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন সৌম্য মুখোপাধ্যায়। ত্রিকোণ প্রেমের এই কাহিনীতে বিশেষ একটি চরিত্রে ধরা দেবেন রুক্মিণী মৈত্র। পাশাপাশি ছবিতে ক্যামিও চরিত্রে থাকছেন তৃণা সাহা, স্বীকৃতি মজুমদার, অঙ্গনা রায় এবং তিতিক্ষা দাস, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।

টিজারের শুরুতেই শোনা যায় এক পুরুষ কণ্ঠের বক্তব্য, যেখানে বলা হয় প্রেমে পড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এতে গভীর কষ্ট লুকিয়ে থাকে। তারপরই পর্দায় ফুটে ওঠে ঋত্বিক ও হিয়ার প্রেমের গল্প। সেই সম্পর্কের মাঝখানে তৃতীয় ব্যক্তি হিসেবে প্রবেশ করে সৌম্যর চরিত্র। কয়েক মিনিটের এই টিজারেই আবেগ, দ্বন্দ্ব আর ভালোবাসার টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে।

আরও পড়ুনঃ বছরের শুরুতেই অসুস্থ শ্বেতা! শরীরের ক্লান্তি উপেক্ষা করে, স্বামী রুবেলেরর প্রিয় খাবার করলেন রান্না! পর্দায় নজর কেড়েছেন, সংসারী শ্বেতাও জয় করছে মন! অভিনেত্রীর সংসারের প্রতি দায়িত্ববোধে প্রশংসায় ভাসছে নেটপাড়া!

টিজার প্রকাশের পর দর্শকমহলে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ গল্পের আবহে মুগ্ধ হলেও অনেকে ছবির নাম নিয়ে প্রশ্ন তুলেছেন। দেব ও কোয়েল অভিনীত পুরনো জনপ্রিয় ছবির নাম আবার কেন ব্যবহার করা হল, তা নিয়ে আলোচনা চলছে। তবে সব বিতর্ক ছাপিয়ে ভালোবাসার মরশুমে মুক্তি পেতে চলা এই ছবিটি যে দর্শকদের মনে আবেগের ছোঁয়া ফেলতে পারে, সে আশা রয়েই গেছে।

You cannot copy content of this page