অসময়ে ছিলেন ক্যান্সার আক্রান্ত প্রেমিকার পাশে, অথচ ভালো সময়েই তাঁকে আর মনে নেই কারোর, আক্ষেপ পর্দার বামাক্ষ্যাপা সব্যসাচীর

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘মহাপীঠ তারাপীঠ’। এই ধারাবাহিকের দৌলতেই জনপ্রিয়তা পেয়েছেন পর্দার বামাক্ষ্যাপা অর্থাৎ সব্যসাচী চৌধুরী। এই ধারাবাহিকের বাইরেও তিনি বেশ জনপ্রিয়। গত এক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার পাশে ছিলেন তিনি।নিজে বেশ শক্ত মনের মানুষ হলেও এবার মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় মন খারাপের কথা জানালেন সব্যসাচী। কাছের মানুষের থেকেই আঘাত পেয়েছেন তিনি। একরাশ মনখারাপ, আর অভিমান নিয়ে এদিন ফেসবুক পোস্টে অভিনেতা লেখেন, “খারাপ সময়ে সামনে দাঁড়িয়ে লড়ে যেতে হয়, আর ভালো সময়ে চুপিসারে সরে যেতে হয়। জীবন আমায় এইটুকুই শিখিয়েছে”।

অভিনেতার লেখা এই দু’লাইন পড়েই বেশ মন খারাপ হয়ে যায় তাঁর অনুরাগীদের। অভিনেতার মন খারাপের আসল কারণ হল তাঁর ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’। গত তিন বছরে এই ধারাবাহিকের জন্য তাঁর জীবনে বেশ প্রভাব পড়েছে।

আসলে, গত বছর টিআরপির তালিকায় একেবারে তলানিতে এসে ঠেকেছিল স্টার জলসা। সেই সময় টিআরপির তালিকায় টিকেছিল ‘মহাপীঠ তারাপীঠ’। কিন্তু এখন নতুন ধারাবাহিক আসায় সেই দুঃসময়ের বন্ধুকেই ভুলতে চলেছে স্টার জলসা। নতুন ধারাবাহিক ‘গুড্ডি’ ও ‘অনুরাগের ছোঁয়া’ আসছে এই চ্যানেলে।

এর জেরে বিরাট পরিবর্তন এসেছে চ্যানেলের সিরিয়ালের সময় সূচীতে। যার ফলে সিরিয়াল শেষ না হলেও রাত ১০ টার পরিবর্তে সকাল ১১ টা করে দেওয়া হয়েছে সিরিয়ালের সম্প্রচারের সময়। এই সব্যসাচীর পোস্টে সেই আক্ষেপের সুরই ঝড়ে পড়েছে।

এই নিয়ে এদিন ফেসবুক পোস্টে অভিনেতা লিখেছেন, “আজ মহাপীঠ তারাপীঠ তিন বছর সম্পূর্ণ করলো। আজ মহাপীঠ তারাপীঠ শেষ বারের মতন রাত দশটায় সম্প্রচারিত হলো। যারা এতদিন রাত দশটা বাজার অপেক্ষা করতে, তাদের অজস্র ধন্যবাদ। তোমরা ছিলে বলে আমরা ছিলাম”।

You cannot copy content of this page