পল্লবী দে’র অস্বাভাবিক মৃত্যু মামলায় অবশেষে গ্রেফতার তার প্রেমিক সাগ্নিক চক্রবর্তী! উঠে আসবে আসল সত্যি, আশায় বুক বাঁধছেন পল্লবীর ভক্তরা

অনেক টালবাহানার পর অবশেষে আজ কিছুক্ষণ আগে পুলিশের হাতে গ্রেফতার হলেন সাগ্নিক চক্রবর্তী। পল্লবী পরিবার সাগ্নিক এবং তাদের এক বান্ধবী ঐন্দ্রিলার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছিল তাই সাগ্নিককে এবার গ্রেফতার করে হেফাজতে নিল পুলিশ।

গত দু’দিন ধরে যা চলছে তা কহতব্য নয়।কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে সেটা বোঝাই যাচ্ছে না। সাগ্নিকের চরিত্র যে একদমই ঠিক নয় সেটা বারবার বলছেন সকলে। কিন্তু পল্লবী নিজেও যে কতটা সৎ ছিলেন সেই নিয়ে উঠছে প্রশ্ন। পল্লবীর পরিবারের দাবি সাগ্নিক তার মেয়ের কাছ থেকে টাকা নিত কিন্তু সাগ্নিকের স্ত্রী সুকন্যা মান্না বলছেন যে পল্লবীর পরিবারের খরচ চালাত সাগ্নিক।

অন্যদিকে আবার উঠে এসেছে সাগ্নিকের প্রাক্তন প্রেমিকা সৌমি আজ থেকে নয় বছর আগে সুইসাইড করেছেন। সেটা আবার পল্লবীর যে প্রাক্তন প্রেমিক রেহান যে সাগ্নিকেরও বন্ধু সে পুলিশকে জানিয়েছে।

যাইহোক এখন সাগ্নিককে পুলিশ হেফাজতে ভালো করে জেরা করা হবে। হয়তো প্রকৃত সত্যটা কিছুদিনের মধ্যেই উঠে আসবে।

You cannot copy content of this page