একটা সময় সাঁইবাবার চরিত্রে অভিনয় করে মন মাতিয়েছেন দর্শকদের! আচ্ছা তীব্র অর্থকষ্টে মৃ’ত্যু মুখে সেই অভিনেতা! হাসপাতালের খরচ জোগাতে হিমশিম সুধীর দলবী’র পরিবার!

কখনও পর্দায় সাঁইবাবার চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা সুধীর দলবী। সেই চরিত্রই তাঁকে আজও অমর করে রেখেছে। কিন্তু বাস্তব জীবনে এখন এক ভয়ঙ্কর লড়াইয়ের মুখে তিনি। গত ৮ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৬ বছর বয়সি এই অভিনেতা। শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে, আর ক্রমেই বাড়ছে চিকিৎসার খরচ।

পরিবারের তরফে জানা গিয়েছে, এখন পর্যন্ত প্রায় ১০ লক্ষ টাকার বিল হয়ে গিয়েছে হাসপাতালে। চিকিৎসকদের অনুমান, সম্পূর্ণ সুস্থ হতে গেলে আরও অন্তত ৫ লক্ষ টাকার প্রয়োজন হবে। কিন্তু এত বড় অঙ্কের টাকা জোগাড় করা তাঁদের পক্ষে সম্ভব নয়। পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠছে।

সুধীর দলবী সিনেমা এবং ধারাবাহিক— দুই ক্ষেত্রেই কাজ করলেও, তাঁর অভিনীত ছবির সংখ্যা খুব বেশি নয়। তবু দর্শকের মনে তিনি আজও অমর “সাঁইবাবা”। অভিনয়ের জগৎ থেকে বহু বছর দূরে থাকলেও, আজও তাঁর নাম শুনলে শ্রদ্ধায় মাথা নোয়ান বহু মানুষ।

এখন সেই প্রিয় অভিনেতার জীবনই ঝুলছে অনিশ্চয়তার দোলাচলে। পরিবারের সদস্যরা সামাজিক মাধ্যমে আবেদন জানিয়েছেন, “আপনাদের সাহায্য না পেলে এই চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয়।” তাঁরা অভিনেতার ব্যাংক তথ্যও শেয়ার করেছেন যাতে যে কেউ আর্থিক সহায়তা করতে পারেন।

আরও পড়ুনঃ পর্দার নিখিল বাস্তবে এমন? অশা’লীন প্রস্তাব, হু’মকি, কুরু’চিকর আচরণ— ‘বৌ কথা কও’র নায়ক ঋজু বিশ্বাস হঠাৎ বিতর্কের কেন্দ্রবিন্দুতে! সমাজ মাধ্যমে অভিনেতার বিরুদ্ধে একের পর এক অভিযোগ, প্রমাণ সহ একাধিক নারী মুখ খুলতেই তোলপাড় নেটপাড়া!

প্রসঙ্গত, শেষবার ২০০৬ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে দেখা গিয়েছিল সুধীর দলবীকে। তারপর থেকে তিনি ক্রমে আড়ালে চলে যান। আজ তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন, আর তাঁর পরিবার মরিয়া সাহায্যের আশায় দিন গুনছেন। এক সময় যিনি কোটি মানুষের প্রিয় ছিলেন, আজ তাঁর চিকিৎসার খরচও তুলতে পারছেন না প্রিয়জনেরা।

You cannot copy content of this page