সরস্বতী পুজোর দিন ফাঁস হল সাইনার আসল বয়ফ্রেন্ডের পরিচয়! কে তিনি? জানলে অবাক হবেন

টলিউড (Tollywood) অভিনেতা অভিষেক চ্যাটার্জি (Abhishek Chatterjee)-র বাড়িতে জমজমাট সরস্বতী পুজো। পুজোর আয়োজনে অভিনেতার স্ত্রী ও মেয়ে সাইনা ব্যানার্জি (Saina Chatterjee). সাইনা বর্তমানে অভিনয় করছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। শুটিং, ব্যস্ততা পেরিয়ে আড্ডায় বসলেন মা ও মেয়ে।

রূপার বাড়ির সরস্বতী পুজো

“ওকে অনেকগুলো অপশন দিয়েছিলাম তার মধ্যে থেকে এটাই চয়েস করেছে” সরস্বতী পুজোতে বাড়িতে জমজমাট আড্ডায় মাতলেন সাইনা ও তার মা। সাইনার শাড়ি পরার এবং সাজগোজ নিয়ে প্রশ্ন করলে সে বলে শাড়িটা তার মায়ের কালেকশনে ছিল এবং এই শাড়িটা পড়াই তার চয়েস। অভিষেক বাবুর স্ত্রীও জানান তাকে অনেকগুলো শাড়ির সামনে রেখে দিলে সে এই শাড়িটাই হাত দিয়ে বলেছিল এটাই পড়বে কালকে।

“বাড়ির পুজো মানেই বেশ এক্সাইটমেন্ট। কাজের থেকেও বেশি এনজয় করা হয়।” খোলামেলা ভাবে বললেন সাইনা। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের দৌলাতে বেশ পরিচিতি পেয়েছে সাইনা। তার অভিনয় অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করলে উত্তরে বলে “যারা সেটে একসাথে কাজ করি তাদের সবার থেকে কিছু না কিছু এক্সপেরিয়েন্স ক্যাডার করা তাদেরকে ভালোভাবে অবজার্ভ করা তাদেরকে ফলোআপ করা তার অভিনয় ক্যারিয়ারের এগিয়ে যাওয়ার চাবিকাঠি।”

মেয়ের দেওয়া ইন্টারভিউতে প্রত্যেকটা ম্যাচিউর উত্তরে মা নিজেও ভীষণ খুশি। সাক্ষাৎকারে অভিষেকের স্ত্রী জানালেন, কোনদিনই কোনরকম আলাদা চিন্তাভাবনা বা কেরিয়ারের দিক তারা তাদের মেয়েকে বেছে দেননি। তাদের কথায় “হ্যাপি সোল” অর্থাৎ নিজের আত্মা যেটাই খুশি থাকবে সেটা করাটাই আবশ্যকি।

আরও পড়ুনঃ বাঙালির বিয়ে এখন প্রহসন! নাচ, গান, চুমু, সব চলছে, বিতর্ক সৃষ্টি হতেই কী বললেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়?

নিজের পড়াশোনা নিজের ক্যারিয়ারের মাঝেও মাকে সময় দেওয়া এবং নিজের পার্সোনাল টাইমটা একটা হেলদি ডায়েট মেনটেন করে কাটিয়ে দেওয়ার আড্ডার মাঝে, বয়ফ্রেন্ড আছে কিনা এর উত্তরে প্রপোজাল অ্যাক্সেপ্ট না করাটাকে সুন্দরভাবে গুছিয়ে জবাব দিলেন সাইনা। বেশ হই হুল্লোড় করে এবং একটু স্মৃতিতে ফিরে গিয়ে অভিষেক বাবুকে নিয়েই নিজেদের বাড়ির সরস্বতী পূজায় মেতে উঠেছিলেন তারা দুজনে।