বিয়ের আগেই একে অপরের শত্রু হয়ে গেল প্রিয় দুই বন্ধু! শত্রুতার পিছনে কারণ কি?

বাংলা বিনোদন জগতের জন্য এক দারুণ উত্তেজনাপূর্ণ মুহূর্ত অপেক্ষা করছে। জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘মিত্তিরবাড়ি’ এর স্লটে স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘চিরসখা’। স্টার জলসায় আগে এই রাত ৯টার স্লটে দেখা যেত ‘শুভ বিবাহ’। এদিকে স্টার জলসার আর এক অন্যতম ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’ শেষ হয়ে যাচ্ছে, এবং সেই স্লটেই দেখা যাবে শুভ বিবাহ। আগামী ২৭শে জানুয়ারি থেকে শুভ বিবাহ রাত ১০:৩০টার স্লটে দেখা যাবে এবং সেই জায়গায় নতুন আসছে ‘চিরসখা’। অন্যদিকে জি বাংলাযর পর্দায় এই সময় ‘মিত্তিরবাড়ি’ দেখা যায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে জোর কদমে প্রতিযোগিতা চলতে পারে।

“মিত্তির বাড়ি” একটি পারিবারিক গল্প যা ঐতিহ্য, সম্পর্ক এবং আবেগকে কেন্দ্র করে আবর্তিত হয়। ধারাবাহিকটি বাংলার চিরচেনা সংস্কৃতির গভীরতাকে ফুটিয়ে তুলতে চায়। এর মাধ্যমে দর্শক একদিকে যেমন নিজেদের জীবনের প্রতিফলন দেখতে পাবে, তেমনই চরিত্রগুলির অন্তর্দ্বন্দ্ব ও পারিবারিক বন্ধনের জোরও অনুভব করবে। এই ধারাবাহিকে মুখ্য চরিত্র ধ্রুব ও জোনাকির চরিত্রে অভিনয় করছেন আদৃত ও পারিজাত। খুব বেশিদিন না হলেও এই দুটিকে দর্শক বেশ ভালই পছন্দ করেছে।

অন্যদিকে, “চিরসখা” শিরোনাম থেকেই বোঝা যায় এটি একটি প্রেমের গল্প, যেখানে বন্ধুত্ব, প্রেম এবং আত্মিক সংযোগের জটিলতা তুলে ধরা হবে। এই ধারাবাহিকে একটু বেশি ব্যক্তিগত গল্প বলার ভঙ্গিতে তৈরি হয়েছে, যা সব প্রজন্মের সাথে সহজে সংযোগ স্থাপন করতে পারবে। এই ধারাবাহিক দেখানো হবে রক্তের সম্পর্ক না থাকলেও কিভাবে আপনজন হওয়া যায়।

কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই বন্ধু, সায়ক চক্রবর্তী ও অনন্যা গুহ, যারা এই প্রজেক্টে একে অপরের বিপরীতে কাজ করছেন। প্রায় এক বছর পর সায়ন চক্রবর্তী ফিরছেন ছোটপর্দায়। সামনেই অনন্যার বিয়ে বহুদিনের বন্ধু সুকান্তের সঙ্গে, এর আগেই একে ওপরের শত্রু হয়ে গেলো তারা। এদিকে এই নিয়ে সায়ক চক্রবর্তী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে তিনি চিরসখায় অভিনয় করছেন এবং অপরদিকে তার বন্ধু অনন্যা গুহ মিত্তিরবাড়িতে অভিনয় করছেন।

আরও পড়ুনঃ আমার সবথেকে বেশি ঝগড়া হয় ওর সঙ্গে আবার মনের কথাও আমি শেয়ার করি ওর সঙ্গেই! টলিউডের রাজা দেবের ইন্ডাস্ট্রিতে নায়িকা বন্ধুর নাম জানেন?

এই ভিডিওতে সায়ককে বলতে শোনা গেছে যে কোন ধারাবাহিক স্লট দখল করবে। দুই বন্ধু হয়েও এই প্রথমবার একে অপরের বিপরীতে কাজ করছেন তারা। মজা করেই তারা একে অপরকে জিজ্ঞাসা করছিল তাহলে টিআরপি তালিকায় কে শীর্ষে থাকবে। এদিকে সায়ক দর্শকদের উদ্দেশ্যে বলে যে চিরসখায় যেন দর্শকরা দেখেন, আবার অনন্যাকে বলতে শোনা যায় যে রাত নটায় মিত্তিরবাড়ি দেখার জন্য এবং চিরসখা রিপিট টেলিকাস্ট দেখে নিতে। দুই বন্ধুর তরজা তো মজা করে, কিন্তু রাত নটার স্লটকে দখল করে রাখে সেটাই সময়ের অপেক্ষা। দর্শক কোন ধারাবাহিককে বেছে নেবেন চিরসখা নাকি মিত্তিরবাড়ি?