বড় ব্রেন স্ট্রোকের পর শুটিংয়ে ফিরলেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক! প্রথম দিন সেটে গিয়ে সংলাপ বলতে পারব কি না, সেটা নিয়েই ভয় করছিলাম! অকপট অভিনেত্রী

দু’মাস আগেও হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। ৩ সেপ্টেম্বর হঠাৎ করেই ভয়ঙ্কর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। চিকিৎসকরা জানিয়েছিলেন, একটুর জন্য রক্ষা পেয়েছেন সায়ন্তনী। সময় গড়িয়েছে, ধীরে ধীরে সুস্থ হয়ে এখন আবার নিজের প্রিয় জায়গায় ফিরেছেন অভিনেত্রী— ক্যামেরার সামনে।

বর্তমানে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে এক নেতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। কিন্তু এই ফেরাটা ছিল আবেগে ভরা। সায়ন্তনীর কথায়, “এত বড় স্ট্রোকের পর প্রথম দিন সেটে গিয়ে সংলাপ বলতে পারব কি না, সেটা নিয়েই ভয় করছিলাম। মাথায় তখনও একটু ঝিমঝিম ভাব থাকত। কিন্তু সহকর্মীদের ভালোবাসা, সবার সহযোগিতা আমায় সাহস দিয়েছে।”

অভিনেত্রী জানিয়েছেন, এসভিএফ পরিবারের সঙ্গে তাঁর দীর্ঘ দিনের সম্পর্কই তাঁকে ভরসা দিয়েছে। “ওরা আমার নিজের লোকের মতো। কেউ আলাদা করে আচরণ করেনি। বরং সবাই বলেছে, ধীরে করো, তাড়াহুড়ো কোরো না। এত ভালোবাসা পেয়ে আমার আত্মবিশ্বাসটা ফিরে এসেছে,” বলেন সায়ন্তনী।

৩১ অগস্ট ‘অনুরাগের ছোঁয়া’র শুটিং শেষ করে কিছুদিনের ছুটি কাটাচ্ছিলেন তিনি। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। স্বামী ইন্দ্রনীল মল্লিকের তৎপরতা এবং দ্রুত সিদ্ধান্তেই প্রাণে বেঁচে যান অভিনেত্রী। “ও না থাকলে হয়তো আজ আমি এই কথাগুলো বলতে পারতাম না,” কৃতজ্ঞ কণ্ঠে বলেন তিনি।

আরও পড়ুনঃ ‘জিতছে তো ভোটচুরি করে! পশ্চিমবঙ্গে কিছুই করতে পারবে না পদ্ম শিবির! সবদিকে মূর্খ রাজনীতিকে ভর্তি!’- নচিকেতা

এখন পুরোপুরি সুস্থ হয়ে নতুন উদ্যমে কাজে ফিরেছেন সায়ন্তনী। হাসতে হাসতে বললেন, “এই জীবনের দ্বিতীয় সুযোগটা আমি নষ্ট করতে চাই না। আবার আলো, ক্যামেরা আর সংলাপের ভেতর দিয়েই নিজের মতো করে বাঁচব।”