ঋদ্ধিমানকে হারিয়ে সেরা অভিনেতা হিসেবে রাজ্য সরকারি পুরস্কার জিতে নিল সিদ্ধার্থ এবং শঙ্খ! খুশির হাওয়া নেট পাড়ায়

এতক্ষণে সকলেই মোটামুটি জেনে গেছেন যে গতকাল আয়োজিত হয়েছে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে একটি পুরস্কার অনুষ্ঠান যার নাম টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। রাজ্য সরকারের তরফ থেকে বাংলা টেলিভিশনের বিভিন্ন বিভাগের সেরার সেরাদের পুরস্কৃত করা হয়েছে কালকে।যা আশা করা গিয়েছিল তাই হয়েছে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার ছিনিয়ে নিয়েছে মিঠাই।

অন্যদিকে খুশির খবর, আমাদের উচ্ছেবাবুও সেরা অভিনেতার পুরস্কার নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে।এছাড়া তার সঙ্গে যুগ্মভাবে সেরা অভিনেতা হয়েছেন মোহরের শঙ্খ স্যার অর্থাৎ প্রতীক।স্বাভাবিকভাবেই মিঠাই ভক্তরা এখন সোশ্যাল মিডিয়ায় উল্লাসে ফেটে পড়েছেন কারণ অন্যান্য চ্যানেলের অ্যাওয়ার্ডে অথবা বেসরকারি বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিঠাই এবং উচ্ছে বাবু পুরস্কার না পাওয়ায় তাদের মন খারাপ হয়েছিল।

কিন্তু যখন এই দুজন রাজ্য সরকারের কাছ থেকে রেকোগ্নিশন পেল সেরা অভিনেতা এবং অভিনেত্রী হিসেবে তখন মিঠাই ভক্তদের আনন্দের সীমা নেই। সকলেই বলছেন যে যোগ্য অভিনেতা-অভিনেত্রীকে দেওয়া হয়েছে রাজ্য সরকারি সম্মান।

অন্যদিকে শঙ্খ জেতায় একটু হলেও অবাক হয়েছেন সকলে তবে তাকেও সকলেই কনগ্র্যাচুলেট করছেন কমেন্ট বক্সে।টিআরপি রেটিংয়ে পিছিয়ে থেকেও যেভাবে এই সিরিয়ালের কলাকুশলীরা রাজ্য সরকারের কাছ থেকে পুরস্কার পেলেন তা বাহবার যোগ্য।