বাংলাদেশী গায়কের কেচ্ছা! নারীর পেছনে ছুটে গিয়ে তাকে টেনেহিঁচড়ে মা’রধ’র! অমানবিক আচরণে ফের চরম বি’তর্কে গায়ক নোবেল

একজন সঙ্গীত শিল্পীর কাজ কেবল গান গাওয়াই নয়, সমাজের সামনে এক ইতিবাচক আদর্শ হয়ে ওঠাও। বহু শিল্পী তাঁদের জনপ্রিয়তার মাধ্যমে মানুষের মন ছুঁয়ে যান, আবার কেউ কেউ আচরণের কারণে সমালোচনার কেন্দ্রেও চলে আসেন। সাম্প্রতিক বছরগুলোতে বহু পরিচিত মুখের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে – কখনও সেটি ছিল পারিবারিক অশান্তি, কখনও বা মদ্যপ অবস্থায় কাণ্ড ঘটানোর অভিযোগ। সাধারণ মানুষ যখন তাঁদের প্রিয় তারকার কাছ থেকে মানবিকতা আশা করেন, তখন কোনওরকম হিংসাত্মক বা অসামাজিক আচরণ মন ভাঙার মতো হয়ে দাঁড়ায়।

বাংলাদেশের জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেল এই তালিকায় নতুন নন। ‘সা রে গা মা পা’ খ্যাত এই শিল্পী প্রাথমিকভাবে কণ্ঠস্বরের জাদুতে মন জয় করলেও, গত কয়েক বছরে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে। বাইক দুর্ঘটনার পর মদ্যপ অবস্থায় দুর্ব্যবহার, স্টেজ শো বাতিল করে টাকা আত্মসাৎ, এমনকি আইনগত জটিলতায় পড়ার মতো ঘটনাও ঘটেছে তাঁর জীবনে। অথচ কিছুদিন আগেও তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন গানের প্রমোশন করছিলেন, যেখানে তাঁর ভাবভঙ্গিমা ছিল আত্মবিশ্বাসী। কিন্তু এবার যেন মাত্রা ছাড়াল সবকিছু।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক মহিলার পেছনে সিঁড়ি দিয়ে দৌড়তে দেখা গিয়েছে নোবেলকে। ভিডিওটি রাতের সময়ের, এবং লোকেশন স্পষ্ট না হলেও অনেকে বলছেন সেটি বাংলাদেশের কোনও আবাসনের। ভিডিও দেখে অনেকেই মন্তব্য করেছেন, তাঁর আচরণ ছিল “আক্রমণাত্মক এবং অমানবিক”। যদিও ভিডিওর অডিও ক্লিপ পরিষ্কার নয়, তবু নেটপাড়ার বেশিরভাগ মানুষ বিষয়টিকে অত্যন্ত গুরুতরভাবে নিচ্ছেন।

নোবেল এই প্রথম এমন আচরণের জন্য সমালোচিত হচ্ছেন না। ২০২৩ সালে তিনি বাইক দুর্ঘটনায় পড়েন এবং অভিযোগ ওঠে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। সে সময় স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহার এবং পুলিশের হস্তক্ষেপের প্রয়োজন পড়ে। এছাড়াও একটি স্টেজ পারফরম্যান্স বাতিল করে টাকা না ফেরত দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছিল। অতীতে নিজের স্ত্রীকে নিয়েও তাঁর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে, যদিও সেগুলি নিয়ে পরবর্তীকালে তেমন কোনও আইনি পদক্ষেপ দেখা যায়নি।

আরও পড়ুনঃ দুঃসংবাদ, এক যুগের অবসান! প্রয়াত ‘গল্প দাদুর আসর’ খ্যাত কিংবদন্তি ঘোষক মিহির বন্দ্যোপাধ্যায়!

বর্তমান ভাইরাল ভিডিও নিয়ে এখনও নোবেলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি। তবে ভিডিও ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের ঝড় উঠেছে। অনেকেই বলছেন, “একজন শিল্পীর এভাবে আচরণ করা কখনওই কাম্য নয়।” কেউ কেউ আবার বলছেন, “নোবেল কি আদৌ সুস্থ মানসিক অবস্থায় আছেন?” এই ঘটনার জেরে ভবিষ্যতে তাঁর ক্যারিয়ার কতটা প্রভাবিত হবে, সেটাই এখন দেখার বিষয়। তবে এতটুকু বলা যায়, একের পর এক বিতর্কের মধ্যে দিয়ে তাঁর জনপ্রিয়তা যেন দিনে দিনে হারিয়ে যাচ্ছে।