বেজে গেছে ভোটের দামামা। জোর কদমে শুরু হয়ে গেছে প্রতিটি পার্টির প্রচার। ইতোমধ্যেই অনেকগুলি জেলায় শুরু হয়ে গেছে ভোট। মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী ২০২৪ সকলের নজর বাংলা। তার সঙ্গে এবারের লোকসভা ভোটে দেখা যাচ্ছে একের পর এক চমক। এবছরের লোকসভার ভোটে রয়েছে টানটান উত্তেজনা। কোন দল কটি সিট পাবে সেই নিয়ে রাজনীতিক দল এবং সাধারণ মানুষের মধ্যে লেগে রয়েছে তর্জা। রাজনীতির সঙ্গে তারকাদের টলিপাড়ার (Tollywood)সম্পর্ক বেশ পুরোনো। একের পর এক তারকরা ইতিমধ্যেই যোগ দিয়েছেন তাদের পছন্দের রাজনৈতিক দলগুলিতে।
রাজনৈতিক দলে যুক্তি হচ্ছেন একের পর এক টলি তারকরা
মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে রাজ চক্রবর্তী, দেব থেকে সোহম রাজনৈতিক ময়দানে পা রেখেছে সকলেই। তাছাড়াও ২০২৪-এর লোকসভা ভোটে রাজনীতির ময়দানে নেমেছেন সকলের প্রিয় দিদি নম্বর ১ অর্থাৎ রচনা ব্যানার্জী। এবারের লোকসভা ভোটের হুগলি জেলার তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জী। সেই নিয়ে বেশ শোরগোল পড়েছিল বাংলায়। অভিনেত্রীর প্রচারের, বক্তৃতার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
এবার কি তৃণমূলের হয়ে রাজনীতির ময়দানে নামছেন মিঠাই?
তবে তারই মাঝে আসছে অন্য খবর। ২০২৪ এর ভোটের সময়েই কি এবার রাজনীতির ময়দানে পা রাখলেন অভিনেত্রী সকলের প্রিয় মিঠাই ওরফে সৌমীতৃষা কুন্ডু? জি বাংলার ধারাবাহিক মিঠাইয়ের মাধ্যমে পর্দায় দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী সৌমীতৃষা। রাতারাতি তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন বাংলার ঘরে ঘরে। তারপরই দেবের প্রধান সিনেমার মাধ্যমে পর্দায় আত্মপ্রকাশ করেন সৌমীতৃষা। সম্প্রতি সৌরভ দাসের সঙ্গে ১০ জুন সিনেমার শুটিং শুরু করেছেন সৌমীতৃষা। তারই মধ্যে রাজনীতির ময়দানে তার আসার সংবাদ নজর কেড়েছে সকলের। সম্প্রতি ব্যারাকপুরের স্থানীয় মানুষের করা একটি ভিডিওতে দেখে এরকমই আভাস পাচ্ছে আম জনতা।
রাজ চক্রবর্তী সঙ্গে ব্যারাকপুরের প্রচারে নামলেন সৌমীতৃষা
সম্প্রতি পরিচালক রাজ চক্রবর্তী সঙ্গে অভিনেত্রী সৌমীতৃষাকে দেখা গেছে ব্যারাকপুরের প্রচারে। গাড়িতে দাড়িয়ে ঘাসফুলের হয়ে সকলের সামনে হাত জোড় করে কথা বলছেন অভিনেত্রী। মুখে তার মিষ্টি হাসি। একেবারেই আর পাঁচজন রাজনৈতিক নেত্রীদের মতোই অভিনেত্রীকে ক্যামেরাবন্দি করেছেন ব্যারাকপুরের সাধারণ মানুষ। প্রসঙ্গত উল্লেখ্য, এবার ব্যারাকপুরের তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক। এরপর তার বিপরীতে পদ্মফুল থেকে এবার দাঁড়িয়েছেন অর্জুন সিং এবং সিপিএম পার্থী অভিনেতা দেবদূত ঘোষ।
আরও পড়ুন: বাবার জায়গা নিতে ব্যর্থ অর্জুন! রূপা মাকে খুশি করার জন্যই ধরেছিল বিয়ের বায়েনক্কা! চাঞ্চল্যকর সত্য সামনে আনল খোদ রূপাই
ব্যারাকপুরের প্রচারে সৌমীতৃষাকে দেখে কি বলছেন নেটিজেনরা?
ফলে বোঝাই যাচ্ছে এবারে ব্যারাকপুরের ভোটের দিকে নজর রয়েছে সকলের। কিন্তু তারই মাঝে অভিনেত্রী সৌমীতৃষার তৃণমূলের হয়ে প্রচারে যাওয়া উস্কে দিলে আরেক জল্পনা। তবে কি দেবের পথ দেখেই রাজনৈতিক ময়দানে নামতে চলছেন ‘প্রধান’ অভিনেত্রী? যদিও পোস্টটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় মিঠাই অনুরাগীদের দেখে গেছে মিশ্র প্রতিক্রিয়া। একজন নেটিজেন অভিনেত্রীকে উদ্দেশ্য করে লিখেছেন “জয় গোপাল আমরা এরকম পরেই পরিশ্রম করুন জয়ী হবেন। ঈশ্বর আপনাদের পাশে আছে।” আবার কয়েকজন নেটিজেন বেশ খারাপ চোখে নিয়েছে বিষয়টিকে। একজন লিখেছেন “মিঠাইও শেষে চোরের দলে যোগ দিল!” আবার আরেকজন লিখেছেন “শেষে মিঠাইও! দিদির ম্যাজিক শেষ ম্যাজিক শেষ?” তবে অভিনেত্রী রাজনীতিতে যোগ দিচ্ছেন নাকি এটা শুধুই প্রচারের জন্য এবার সেটাই দেখার।