যারা টলিউডের সঙ্গে পরিচিত তারা সকলেই জানেন অধিকাংশ টলিউড ইন্ডাস্ট্রিতে ধরে রেখেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। বর্তমানে অনলাইনে কন্টেন্ট রিলিজ করার ব্যাপারেও এগিয়ে রয়েছে এসভিএফ। তাদের ও টি টি প্ল্যাটফর্ম হইচই তে একের পর এক ওয়েব সিরিজ বার করিয়ে হইচই ফেলে দিয়েছে।
এই হইচইয়ের এক অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ হলো মন্টু পাইলট। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সৌরভ দাস। বর্তমানে এই মন্টু পাইলটের তৃতীয় সিজন শুরু হবে বলে জানা গেছে। সেখানেই রয়েছে বড় চমক। জানা গেছে মন্টু পাইলটে সৌরভ দাস এর সঙ্গে অভিনয় করতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী মিথিলা রাফিয়াত রশিদ।
View this post on Instagram
কিছুক্ষণ আগেই সৌরভ দাস তার ইনস্টাগ্রামে মিথিলাকে জড়িয়ে একটি ছবি পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন শুরু। সেইসঙ্গে সিরিজের পরিচালক দেবালয় ভট্টাচার্যকে ট্যাগ করেছেন।ছবিতে দেখা যাচ্ছে কালীঘাট মন্দির ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ কালীঘাটে পুজো দিয়ে শুভ কাজ শুরু করল গোটা টিম।এই ছবি দেখে তাদের অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন কিন্তু সৃজিতের কি কোথাও একটা জ্বালা হচ্ছে প্রশ্ন অনেকের।
“নায়িকা হতে গেলে একটু ‘বুকের খাঁজ’ দরকার!”— পরিচালকের কুৎসিত মন্তব্যে শিউরে উঠেছিলেন শোলাঙ্কি! ‘ব্রে’স্ট সা’র্জারি’ না করলে নায়িকা হওয়া যাবে না, সরাসরি বলেছিলেন এক পরিচালক! অবশেষে ফাঁস করলেন অভিনেত্রী তাঁর নাম!