‘কচি ছেলেদের মাথা খেয়ে হয়নি তোমার, এবার বাবাকেও ছাড়লে না?’, নিজের বাবাকে বিয়ে করতে চেয়ে ট্রোলের শিকার শ্রাবন্তী চ্যাটার্জী!

টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম বিতর্কিত নায়িকা হলেন শ্রাবন্তী চ্যাটার্জী। নায়িকার প্রশংসা যত হয় তার থেকেও বেশি সমালোচনা হতে থাকে। পুরাতন নিজের ব্যক্তিগত জীবনের কারণেই বরাবর ভাইরাল হয়ে থাকেন তিনি। এবার আবার ভাইরাল হলেন একটি পুরনো ঘটনাকে কেন্দ্র করে।

জি বাংলার একটি বিখ্যাত অনুষ্ঠানে একবার সঞ্চালক দেব শংকর হালদার এর সঙ্গে আলোচনা করেন শ্রাবন্তী।

সেখানে নায়িকার এক বিশেষ ইচ্ছার কথা প্রকাশ পায়। তিনি নাকি নিজের বাবাকেই বিয়ে করতে চেয়েছিলেন। বিষয়টা সত্যিই অবাক করার মতো। আর নায়িকা বাবার খুব আদরের। কিন্তু এমন ইচ্ছে কেনো?

আসলের নায়িকার বাবা অভিনয় করতেন এবং তিনি যথেষ্ট সুদর্শন ছিলেন। তাই নায়িকা অনেক ছোট বয়সে বলতেন তিনি বাবাকেই বিয়ে করবেন। তখন তাঁর বাবা বলতেন আগে বড় হও। এই ভিডিও ক্লিপটি এবার আবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

You cannot copy content of this page