রাহুলকে ভুলে জীবনে এগিয়ে গেল দ্যুতি? এবার জয় জগন্নাথ ধারাবাহিকের বিপুলের সঙ্গে ডিনারে গেল শ্রীমা

ধারাবাহিক গাঁটছড়ায় দ্যুতি ওরফে শ্রীমা ভট্টাচার্য কাটিয়ে দিচ্ছেন পর্দা। তবে পর্দার বাইরেও সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন তিনি। ডিনারে যেতে দেখা গেল নায়িকাকে। সঙ্গী কে জানেন? সঙ্গ দিয়েছেন বিপুল পাত্র।

বিপুল এই মুহূর্তে কালার্স বাংলার ‘জয় জগন্নাথ’ ধারাবাহিকে মুখ্য অভিনেতার চরিত্রে অভিনয় করছেন। সেখানে শ্রীকৃষ্ণ এবং জগন্নাথ এই দুই ভূমিকায় রয়েছেন তিনি। একই ধারাবাহিকে ক্যামিও চরিত্রে ছিলেন শ্রীমা। তিনি হয়েছিলেন শ্রীকৃষ্ণের স্ত্রী জাম্ববতী।

কিন্তু পর্দার বাইরে তাঁদের এমন বন্ধুত্ব আগে দেখা যায়নি। তাই বিষয়টা নজর কেড়েছে নেটিজেনদের। সেইসঙ্গে এই বিষয় নিয়ে এক সংবাদমাধ্যম যোগাযোগ করে অভিনেতা বিপুলের সঙ্গে। নায়ক বললেন মাত্র দুদিনের জন্য অভিনয় করেছিলেন শ্রীমা।

আর মাত্র দু দিনেই খুব ভালো বন্ধু হয়ে গিয়েছেন তাঁরা। গত ১৩ মার্চ ছিল বিপুলের জন্মদিন। ব্যস্ততার কারণে তাঁরা দেখা করতে পারেননি। তাই গতরাতে কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়া করলেন জন্মদিন উপলক্ষ্যে। বিরিয়ানি মাংস লুচি আরো কত কী!

দুজনের সাজ নজর কেড়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারিদের। শ্রীমা ওরফে দ্যুতি নীলাম্বরী সেজেছেন।

আজ জগন্নাথ ওরফে বিপুল সেজেছিলেন সাদা টি-শার্টে। তবে এ বন্ধু কি শুধুই বন্ধুত্ব? বিপুল বললেন তাঁরা পেশাগতভাবে বন্ধু, আর কিছুই নয়। নিয়মিত দেখা হয় না কিন্তু বন্ধুত্ব রয়ে গিয়েছে। জন্মদিন উপলক্ষে অভিনেতাকে দারুন টি-শার্ট উপহার দিয়েছেন শ্রীমা।

You cannot copy content of this page