‘সম্পর্ক থাকাকালীন দিনের পর দিন একই বিছা’না ভাগ করেছি বলেই বিচ্ছে’দে ব্যবসা করব না!’ প্রাক্তন পিঙ্কিকে ৫৭ লক্ষ খোরপোশ বিতর্কে, সম্পর্ক আর বিচ্ছে’দ নিয়ে কাঞ্চনের বর্তমান স্ত্রী শ্রীময়ীর কড়া অবস্থান!

এই কয়েক বছরে কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick) ব্যক্তিগত জীবন যেন বারবার জনচর্চার টেবিলে উঠে এসেছে। একের পর এক সম্পর্ক, বিচ্ছেদ আর নতুন করে জীবন শুরু মিলিয়ে তাঁর নাম ঘিরে তৈরি হয়েছে নানান মত, মন্তব্য আর কটাক্ষ। বিশেষ করে দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের (Pinky Banerjee) সঙ্গে বিচ্ছেদের পর বিষয়টা আরও আলোচনায় আসে। সেই দাম্পত্য থেকে একটি ছেলেও রয়েছে, ওশ। আর সেই সংসার থেকে বেরিয়ে আসতে, আইনি বিচ্ছেদের সময় কাঞ্চনকে প্রায় ৫৭ লক্ষ টাকা খোরপোশ দিতে হয়েছে! এই তথ্যও বারবার টেনে আনা হয়েছে নানা আলোচনায়।

ফলে কাঞ্চনের ব্যক্তিগত সিদ্ধান্তগুলো অনেকের চোখে বিচার্য হয়ে উঠেছে, যেখানে আবেগের থেকেও বেশি প্রাধান্য পেয়েছে সংখ্যা আর হিসেব। এই প্রসঙ্গে কাঞ্চনের বক্তব্য বরাবরই একটু আলাদা। তিনি বোঝাতে চেয়েছেন, সম্পর্কের ভেতরের টানাপোড়েন বাইরে থেকে বোঝা যায় না। কারও সঙ্গে বছরের পর বছর থাকা মানেই যে সবকিছু ঠিকঠাক চলছে, তা নয়। সম্পর্ক যখন ভিতর থেকে ফাঁকা হয়ে যায়, তখন শুধু সামাজিক ভয় বা লোকের কথা ভেবে আটকে থাকা তিনি সমর্থন করেন না। তাঁর মতে, মৃ’ত সম্পর্কে থাকাটা ভণ্ডামি। তাই তিনি অনুশোচনা কম, উপলব্ধির কথাই বেশি বলেন।

কাঞ্চনের বর্তমান স্ত্রী ‘শ্রীময়ী চট্টরাজ’কে (Sreemoyee Chattoraj) ঘিরেও বিতর্ক কম হয়নি। বহু মানুষের চোখে তিনি ‘ঘরভা’ঙানি’ তকমা পেয়েছেন, যদিও শ্রীময়ী নিজে এই অভিযোগ একেবারেই মানতে নারাজ। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘কোনও সম্পর্ক যদি শক্ত হয়, তাহলে বাইরের কেউ এসে সেটা ভাঙতে পারে না। কোথাও ফাটল না থাকলে সেখানে তৃতীয় কারও ঢোকার প্রশ্নই ওঠে না। তিনি মনে করেন, সম্পর্ক ভাঙলে তার দায় দু’পক্ষেরই, বাইরের কাউকে একতরফা দোষী করা আসলে নিজের ব্যর্থতা ঢাকার একটা সহজ রাস্তা।’

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ভবিষ্যৎ নিয়েও শ্রীময়ীর দৃষ্টিভঙ্গি। তিনি খোলাখুলিই বলেছেন, ‘যদি কোনওদিন কাঞ্চনের সঙ্গে আমার ডিভোর্স হয় বা সম্পর্ক ভেঙেও যায়, তবুও কখনও তাঁর নামে কটু কথা বলব না বা মোটা টাকা খোরপোশ নেব না। যাঁর সঙ্গে একসময় একই ছাদের তলায় থেকেছি, একই বিছানা ভাগ করেছিল দিনের পর দিন, তাঁর সম্পর্কে নিন্দা করা নিজের কাছেও অসম্মানের। সম্পর্কের মেয়াদ কতদিন হবে, সেটা কেউ আগাম জানে না, কিন্তু সম্পর্ক থাকাকালীন সম্মানটাই সবচেয়ে জরুরি!’

আরও পড়ুনঃ “আমি কখনও চু’মু খাই না! ঘনি’ষ্ঠ দৃশ্য তো অনেক দূরের কথা!” সাহসী দৃশ্য ছাড়াই জনপ্রিয়তার শীর্ষে স্বস্তিকা! টলিউড নায়িকাদের নিয়ে প্রচলিত ধারণার শিকার হয়ে, স্পষ্ট করলেন নিজের সীমারেখা!

উল্লেখ্য, এই দম্পতির জীবনে এখন তাঁদের কন্যাসন্তান কৃষভি এক নতুন অধ্যায় এনে দিয়েছে। তবু সমালোচনা থামেনি, এমনকি শিশুটিকেও কটাক্ষের শিকার হতে হয়। কাঞ্চন এই পরিস্থিতিতে নীরবতাকেই নিজের শক্তি হিসেবে বেছে নিয়েছেন। অতীত ঘাঁটাঘাঁটি না করে তিনি বর্তমানেই থাকতে চান। আর শ্রীময়ীর কথায়, সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয়, দায়িত্ব আর সম্মানও, যা থাকলে বিচ্ছেদ হলেও মানুষ ছোট হয় না। এই দৃষ্টিভঙ্গিই হয়তো তাঁদের গল্পকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।

You cannot copy content of this page