‘ওরে বাবা! সালমান খানের মতো লুকটা তোমার!’ স্বামী কাঞ্চনের প্রশংসায় পঞ্চমুখ শ্রীময়ী! ‘বুড়ো কোথাকার, তিনটে বিয়ে করে সালমান হচ্ছে!’ ‘বিয়ের সংখ্যাটা তো মিলছে না!’ ‘কাঞ্চন সালমান, আপনি কি ক্যাটরিনা?’– ভিডিও সামনে আসতেই কাঞ্চন-শ্রীময়ীর ‘হ্যাপি ট্রিপ’ মুহূর্ত হয়ে গেল নেটিজেনদের হাসির খোরাক!

টলিপাড়ার কাঞ্চন-শ্রীময়ী বিতর্ক যেন থামার নামই নেই আর তার মাঝেই ফের শোরগোল নতুন করে! ফের কী করলেন ‘ট্রেন্ড সেটার’ দম্পতি? আসলে, এবার সামনে এসেছে কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) একটি ঘুরতে যাওয়ার ভিডিও। সকালবেলার ফ্রেশ মুডে পরিবার নিয়ে গাড়িতে ওঠেছেন দু’জনে আর সেই মুহূর্তটাই শেয়ার হতেই নতুন করে হাসাহাসি শুরু হয়েছে নেটপাড়ায়! ভিডিওতে দেখা যায়, শ্রীময়ী ক্যামেরা ঘুরিয়ে গাড়িতে বসে থাকা সবার শট নিচ্ছেন আর গাড়ির সামনে বসে কাঞ্চন বেশ নিশ্চিন্ত।

শ্রীময়ীর পাশেই দেখা যায়, তার মায়ের কোলে ছোট্ট কৃষভিকে। কিন্তু পরক্ষণেই হঠাৎই শ্রীময়ী স্বামীকে দেখিয়ে বলে ওঠেন, “ওরে বাবা! পুরো সালমান খানের মতো লুক দিলে তো তুমি!” ব্যস, এই এক কথাতেই সমাজ মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রুপের যেন ঝড় উঠেছে। অনেকেই তৎক্ষণাৎ কটাক্ষের সুরে লিখেছেন, “মতো আবার কী? বলুন পুরো সালমান খান!” আবার কেউ মন্তব্য করেছেন, “বুড়ো কোথাকার! তিনটে বিয়ে করে সালমান খান হচ্ছে?” এমনও শোনা গেল, “কাঞ্চন যদি সালমান হয়, তাহলে কি এবার নিজেকে কারিনা বা ক্যাটরিনা বলবেন?”

সব মিলিয়ে প্রশংসা করাটাই যেন কাল হয়ে উঠল শ্রীময়ীর জন্য। ভিডিওটার উদ্দেশ্য ছিল সাধারণ একটা পারিবারিক মুহূর্ত ভাগ করা, কিন্তু নেট নাগরিকরা সেটাকে রূপ দিলেন ট্রোলের। শুরুতে ছিল শুধুই হালকা মন্তব্য, কিন্তু তাতে আবার চেনা বিতর্কও ফিরে এসেছে। একাংশ বলছেন, যাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে এতদিন ধরে জলঘোলা, তাঁদের অতিরিক্ত মধুরতা দেখালে এমন প্রতিক্রিয়া আসবেই। একজন লিখেছেন, “বেশি সালমান খানের সঙ্গে তুলনা করতে যাবেন না, দেখবেন আবার যেন নায়িকা না পাল্টে ফেলে!”

সবচেয়ে মজার মন্তব্য করে একজন বলেছেন, “সালমান খানের রেফারেন্স ঠিক আছে, শুধু বিয়ের সংখ্যাটা ঠিক মিলছে না!” তবে অন্যদিকে, অনেকেই মনে করছেন যে সবার মতো এই দম্পতিরও নিজেদের ছন্দে জীবন কাটাতে অধিকার আছে। কিন্তু ট্রোল বা সমালোচনা এড়ানো যে এখন আর সম্ভব নয়, তা দুইজনেই ভালোই জানেন। তাই ভিডিওটির পর তাদের নির্লিপ্ত ভাব থেকেই স্পষ্ট, হাসাহাসির ঝড় তাঁদের দৈনন্দিন জীবনেরই অঙ্গ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ দুবাইতে একসঙ্গে সাহেব-সুস্মিতা! চলছে জমজমাট শপিং! বিয়ের পিঁড়িতে তবে কি শীঘ্রই বসতে চলেছেন তারকা জুটি?

শ্রীময়ীর আগের মন্তব্য নিয়ে যে বিতর্ক উঠেছিল, ‘কাঞ্চনের ভালো মন’ প্রসঙ্গ, সেটাও আবার টেনে আনছেন অনেকে। তবে, ছবিটা একেবারেই স্পষ্ট যে কাঞ্চন-শ্রীময়ীর জীবনে যাই ঘটুক, দর্শকদের কাছে তাঁদের গল্প যেন সিরিয়ালের নতুন পর্বের মতো। কেউ মজা পাচ্ছেন, কেউ বিরক্ত আবার কেউ অপেক্ষা করছেন পরের দৃশ্যের জন্য। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেল, ‘সালমান খান লুক’-এর প্রশংসা কি সত্যিই ইমেজ বদলাতে পারবে, নাকি উল্টে আরও বেশি করে কৌতুকে পরিণত হবে তাঁদের প্রতিটা পদক্ষেপ?