আক্ষেপের কিছু নেই মাত্র ছয় মাসেরই প্রজেক্ট ছিল দুই শালিক, উল্টে সময় বেড়েছে! স্পষ্ট কথা স্বর্ণেন্দুর! লম্বা রেসের ঘোড়া হবে ‘বুলেট সরোজিনী!’ ৫.৩০-এর স্লটে আসতেই ক্ষোভ দর্শকদের

গত বছর পুজোর আগে আগে, ৩০ সেপ্টেম্বর স্টার জলসার পর্দায় আসে এক নতুন ধারাবাহিক ‘দুই শালিক’ (Dui Salikh)। যদিও গল্পটা সেই একই ছাঁচে গড়া যমজ বোনের জীবন সংগ্রামের গল্প, তাও দর্শকমনে আশা ছিল এই ধারাবাহিক নতুন কিছু একটা করে দেখবে। একঝাঁক তরুণ অভিনেতা ও অভিনেত্রীদের নিয়ে শুরু হয়েছিল ধারাবাহিকটি, যেমন – তিতিক্ষা দাস (Titiksha Das) , নন্দিনী দত্ত (Nandini Dutta) , অর্কপ্রভ রায় (Arkaprovo Roy) এবং সায়ন বসুকে (Sayan Bose) প্রমুখরা।

এই ধারাবাহিকের‌ পরিচালক হলেন স্বর্ণেন্দু সমাদ্দার।দর্শকদের মত এই ধারাবাহিক টিআরপি তালিকায় শীর্ষে যেতে পারত, যদি স্টার জলসায় প্রাইম টাইমে দেখানো হতো। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে স্টার জলসায় এটি সম্প্রচার করা হয় বিকেল ৫:৩০ টায়। একাধিক দর্শক ইচ্ছা থাকলেও দেখতে পারেন না, সেই নিয়ে সমাজ মাধ্যমে ক্ষোভের শেষ নেই। তাও সমাজ মাধ্যমে অভিনেতা অভিনেত্রীদের নিয়ে অনুরাগীদের মধ্যে সবসময় উন্মাদনা লেগেই থাকে।

শুরু থেকেই গল্পের দ্রুত গতি চোখে পড়ার মতন। অন্যান্য ধারাবাহিকের মতন একই ঘটনাকে দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়না, ফলে একাংশের দর্শকদের কাছে এটি খুব প্রিয় ধারাবাহিক হয়ে উঠেছে। তবে সম্প্রতি স্টার জলসায় এসেছে নতুন ধারাবাহিক আর তার জন্যই দুই শালিক এর সময় পরিবর্তন করে ৫ টায় দেওয়া হয়েছিল। কিন্তু এবার খবর মিলেছে নাকি শেষ হচ্ছে দুই শালিক আর এই নিয়ে দর্শকদের মন ভালো নেই।

আগেই খবর মিলেছিল যে ‘বুলেট সরোজিনী’ শুরু হলে কোনও একটা ধারাবাহিকের ইতি টানা হবে। কিন্তু দুই শালিক যে শেষ করা হবে তেমন খবর ছিলনা। বরং পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার বলেছিলেন ধারাবাহিকের গল্প এখনও অনেকটা বাকি। আর এদিন শেষ হয়ে যাওয়ার খবর সামনে আসতেই তিনি বলেন, “দুই শালিক ৬ মাসেরই প্রোজেক্ট ছিল।

আরও পড়ুনঃ সর্বজিৎ কথার মাধ্যমে ধুয়ে দিল অনন্যাকে! দুই পরিবার নিজেদের মতন করে পালন করবে স্বতন্ত্রর জন্মদিন! তবে কি আবারও নতুন করে অশান্তি লাগতে চলেছে চিরসখা ধারাবাহিকে?

এমন নয় যে জলসা আগে শেষ করে দিচ্ছে। বরং ৩ মাসের এক্সটেনশন হয়েছে, আর সেটা দর্শকদের জন্য বোনাস।” দুই শালিকের পরিবর্তে এবার নতুন ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’কেও ৫:৩০ এর স্লটে দেওয়ায় ফের দর্শকদের ক্ষোভের মুখে জলসা। তাঁরা বলছেন নতুন ধারাবাহিকগুলোকে যদি সুযোগই না দেওয়া হয় তাহলে কি করে ভালো ফলাফল করবে? আপনাদের কি মতামত, জানতে ভুলবেন না!