সর্বজিৎ কথার মাধ্যমে ধুয়ে দিল অনন্যাকে! দুই পরিবার নিজেদের মতন করে পালন করবে স্বতন্ত্রর জন্মদিন! তবে কি আবারও নতুন করে অশান্তি লাগতে চলেছে চিরসখা ধারাবাহিকে?

সর্বজিৎ আজ তার কথার মাধ্যমে ধুয়ে দিল অনন্যাকে। স্টার জলসার চিরসখা ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে, কুর্চি এবং বাড়ির সবাই মিলে এসেছে কমলিনীর কাছে স্বতন্ত্রর জন্মদিন পালন করার প্ল্যান করতে। কুর্চি কমলিনীকে জিজ্ঞাসা করে, স্বতন্ত্রের জন্মদিনটা কি সে ভুলে গেছে কিনা? এমন সময় কমলিনী বলে এবারের সবার জন্মদিন নতুন ঠাকুরপো পালন করে আর আজ তার জন্মদিন পালন হবে না, এমনটা হতে পারে না।

অন্যদিকে দেখা যায় অনন্যা তার বোনকে নিয়ে হাজির হয়েছে সর্বজিতের কাছে স্বতন্ত্রের জন্মদিন পালন করার উপলক্ষে। অনন্যা করবে স্বতন্ত্রের জন্মদিন পালন, এই কথা শুনে অবাক সর্বজিত। সর্বজিৎ বারবার অনন্যাকে বারণ করে স্বতন্ত্রর জন্মদিন পালন করতে কারণ সে এইসবকিছুতে অস্বস্তিবোধ করে। তবে, জন্মদিনে নিমন্ত্রিত থাকবে না কমলিনীরা কারণ তাঁদের জন্যই আজ নতুন ওই বাড়ি ছাড়া হয়েছে, জানালেন অনন্যা। এই কথা শুনে খানিক বিরক্তবোধ প্রকাশ করে সর্বজিৎ।

Anashua Majumdar

এরপর স্বতন্ত্রের জন্মদিনের নানান পরিকল্পনা করার সময় এসে পড়ে কমলিনীর শ্বাশুড়ি আর সবাইকে বলে তাকে ছাড়াই নাকি আজকাল বাড়িতে সব আলোচনা হয়। এরপর, মিঠি-বাবিন তাদের ঠাম্মিকে স্বতন্ত্রের সঙ্গে খারাপ ব্যবহার করায় অনেক কথা শোনায়। এরপর, কমলিনীও তাঁকে পুরনো স্মৃতিচারণা করে বলতে থাকে এতদিন নতুন ঠাকুরপো তাঁরই অম্বুবাচী, একাদশীর দিনগুলো মনে রাখত, এমনটা তাঁর নিজের ছেলেও করেনি।

অন্যদিকে আবার, অনন্যার বোন বলে ওঠে নতুনদার জন্মদিনে সমস্ত খরচা সে করবে। এমন সময় কথায় কথায় অনন্যাও আবার তার বোনকে বলে সে যেন তার জীবনটা নতুন করে শুরু করে। একবার মানুষের জীবনের কোন অধ্যায় শেষ হলে সে আবার পুনরায় শুরু করতে পারবে না এটা কখনো হতে পারে না, বলে অনন্যা। অনন্যের মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় সর্বজিৎ। কারণ, সর্বজিৎ কমলিনীর স্বপক্ষে কথা টেনে বলে অনন্যা তাকে একেবারেই সহ্য করতে পারেনা। এমনকি, কমলিনী বিধবা বলেও তাকে নানান কথা শোনাত অনন্যা, বললেন সর্বজিৎ। এমনকি, কথায় কথায় সর্বজিৎ নতুন ও কমলিনীর বিয়ে নিয়েও নানান কথা বলতে শোনা যায়।

এমন সময় এইসব কথাতে খানিক এড়িয়ে অনন্যা অন্য এক বিষয়ের প্রস্তাব রাখতে ইচ্ছে প্রকাশ করে সর্বজিতের কাছে। অনন্যা জানায়, বিদেশে যাওয়ার আগেই প্লুটোর সঙ্গে মৌয়ের রেজিস্ট্রি করিয়ে দিতে। এই শুনে অবাক হয়ে যায় সর্বজিৎ। সর্বজিৎ বলে, দ্রুত এখনো তার ছাত্র জীবন শেষ করেনি এখনই তাকে কোনো সংসারের বাঁধনে বাঁধতে দেবে না। এই নিয়ে আবারও তর্ক বিতর্ক শুরু হয়ে যায় সর্বজিৎ-অনন্যার মধ্যে।

আরও পড়ুনঃ স্মৃতি ফিরে পেয়ে রায় বাড়ির ছেলে ফিরল নিউইয়র্কে! মিলন হল শুভলক্ষী-আদৃতের! কী করবে এবার মোহনা? ধামাকা পর্ব আসছে গৃহপ্রবেশে! 

অবশেষে, দেখা যায় শত তর্ক বিতর্কের পর কুর্চি, মিঠি, মিটিল, কমলিনী এমনকি তার শাশুড়ি পর্যন্ত সবাই মিলে প্ল্যান করতে থাকে কিভাবে নতুনের জন্মদিন পালন করা হবে? কুর্চি বলে, কাল নতুনদার জন্মদিন উপলক্ষে তার ফ্ল্যাটে গিয়ে সমস্ত খাবারের আয়োজন করা হবে, যাতে তার ভালো লাগে। কিন্তু, নতুন ঠাকুরপোর জন্মদিন পালন হচ্ছে এই কথা শুনতে পেলে বুবলাই রেগে যাবে, এমনটাও আশঙ্কা করতে থাকে কমলিনী।