“এরা গলা অবধি মদ খেয়ে পার্টি করবে, আর সকালে ফেরার সময় গাড়িচাপা দিয়ে নিরীহ মানুষদের হ’ত্যা করবে!”— স্টার জলসার ‘কথা’র ৫০০ পর্ব উদযাপন দেখে দর্শকরা বলছেন এটা সেলিব্রেশন নাকি নোংরামি?

গতকাল রাতে শহরের এক বিলাসবহুল রেস্তোরা কাম নাইট ক্লাবে ছিল স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’ (Kothha) এর ৫০০ তম পর্ব পূরণের সেলিব্রেশন। যদিও এই সেলিব্রেশনে যেন ছিল চাঁদের হাট, উপস্থিত ছিলেন ধারাবাহিকের সকল সদস্য থেকে শুরু করে সাংবাদিকরা। কিন্তু মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে যারা ছিলেন তারা হলেন ‘সুস্মিতা দে’ (Shusmita Dey) আর ‘সাহেব ভট্টাচার্য’ (Saheb Bhattacharya)। এই অনুষ্ঠানটিতেও দেখা গেল একে অপরের সাথে উদ্দাম নাচ, মদ্যপান আর অদ্ভুত ঘনিষ্ঠতা। ঠিক যেন ‘কথা’ ধারাবাহিকের রোম্যান্সের সঙ্গে বাস্তবের মেলবন্ধন!

সুস্মিতার সাহেবের গায়ে গায়ে ঘেঁষে নাচতে দেখে আবারও ঝড় বয়ে এলো সমাজ মাধ্যমে। নেটপাড়ায় এই ছবি এবং ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই শুরু হয়েছে সমালোচনার। কিছু নেটিজেন তো বলেই ফেলেছেন, “সুস্মিতার পায়ে কিছু একটা প্রবলেম আছে কি না, কারণ সব সময় সাহেবের গায়ে গায়ে লেপটে থাকে!” আবার একজন সুস্মিতার চরিত্রকে কটাক্ষ করে লিখেছেন, “কথার আসলে ছেলেদের গায়ে পড়ার অভ্যাস আছে, ছেলেদের সাথে সব সময় লেগে থাকে।”

সুতরাং, এর থেকে বোঝাই যাচ্ছে সুস্মিতার অঙ্গভঙ্গি ও আচরণ নেটিজেনদের চোখে একটু হলেও নোংরামি হিসেবে বিবেচিত হচ্ছে এবার। মদ্যপ অবস্থায় নাচ এবং শারীরিক ঘনিষ্ঠতার কারণে কিছু নেটিজেনদের মন্তব্য যথেষ্ট কড়া, “বেহায়া, নিলজ্জ! একটা মেয়ে প্রথম থেকেই নিজের নোংরামি সিরিয়ালে তুলে ধরেছে আর এখন সমাজে রীতিমতো উন্মুক্তভাবে নাচতে দেখা যাচ্ছে।” তাদের মতে, এমন ধরনের আচরণ এই অভিনেত্রীর পরিবারের অভ্যস্ততা বা শিক্ষার অভাবকেই প্রকাশ করে।

“এদের পারিবারিক শিক্ষার অনেক অভাব আছে, রাতে বিরাতে মদ খেয়ে নোংরামি করছে।”— বলে আবার কেউ মন্তব্য করেছেন। আরো একজন নেটিজেন বর্তমান পরিস্থতিকে তুলে ধরে লিখেছেন, “এরা মদ খেয়ে পার্টি করে আর সকালে বাড়ি ফেরার সময় গাড়িচাপা দিয়ে নিরীহ মানুষদের হ’ত্যা করে!” এসব মন্তব্যের মাধ্যমে মনে হচ্ছে সমাজমাধ্যমে সুস্মিতা এবং সাহেবকে কেন্দ্র করে আবার নতুন বিতর্কের জন্ম হয়েছে।

আরও পড়ুনঃ কাশ্মীরে পহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে অরিজিৎ সিং-এর চেন্নাই কনসার্ট বাতিলের পদক্ষেপের পর, এবার শ্রেয়া ঘোষাল নিলেন চরম সিদ্ধান্ত! শ্রেয়া ঘোষালের পদক্ষেপ ঘিরে তোলপাড় অনুরাগীমহলে!

কেউ কেউ তো এবার সাহেবকেও বলতে ছাড়লেন না, “সাহেব দা, তোমার থেকে এটা এক্সপেকটেড ছিল না!” কিন্তু প্রশ্ন উঠছে, কথা ধারাবাহিকের মাত্রাতিরিক্ত অন্তরঙ্গ মুহূর্ত আর বাস্তব জীবনের হাজারো বিতর্কের পরেও কি তারা এখনও সেই ‘স্টার’ ইমেজ ধরে রাখতে পারবে? আর সুস্মিতা? তাঁর ঘনিষ্ঠতা, তাঁর দৃষ্টিভঙ্গি, সব কিছুই যেন বরাবরের মতই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং এই পরিস্থিতিতে, টলিউডের বর্তমান অবস্থা যা তাতে করে এ আর কোনো কিছুই ‘নতুন’ বলে মনে হচ্ছে না, তা বলাই যায়!