কলকাতায় বছরের অন্যতম লাইভ ইভেন্ট! সম্প্রতি অনুষ্ঠিত হল হানি সিং-এর কনসার্ট (Honey Singh Concert)। সেখানে ভিড় জমিয়েছিল হাজার হাজার দর্শক। তারকাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। টলিউডের একাধিক পরিচিত মুখ সেখানে হাজির ছিলেন, যার মধ্যে অন্যতম ছিলেন ‘কথা’ (Kothha) ধারাবাহিকের অভিনেত্রী ‘সুস্মিতা দে’ (Susmita Dey)। ঝলমলে সাজে তাঁকে দেখা গেল কনসার্টের ভেতরে ও বাইরে একাধিক মুহূর্তে, কখনও সহ-অভিনেতা সাহেব ভট্টাচার্যের সঙ্গে, তো কখনও একেবারে একা ক্যামেরার দিকে পোজ দিতে।
কনসার্টে ‘মিলিয়ানিয়ার’ সহ একাধিক হিট গানে হানি সিং যখন স্টেজ মাতাচ্ছেন, ঠিক তখনই ক্যামেরাবন্দি হন সুস্মিতা, যাঁকে দেখা গেল হানি সিং-এর গানে দুলতে দুলতে রীতিমতো স্টেজের সামনে নাচতে। আর সেখান থেকেই শুরু সমালোচনার। আবার নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এলেন বাংলা টেলভিশনের পরিচিত মুখ সুস্মিতা! ওই কনসার্টেই হানি সিংয়ের গানের তালে তাঁর ‘উন্মত্ত’ নাচের ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র কটাক্ষ আর ট্রোলের ঝড়।
কেউ বলছেন, “এটা কি ধরনের নাচ?” আবার কারো মতে, “পাশের মেয়েটাও এর থেকে ভালো নাচছে!” বাস্তবিকই, সুস্মিতার এই অদ্ভুত নাচের ভঙ্গি ও এক্সপ্রেশন দেখে দর্শকরা হতবাক। ভিডিওতে দেখা যাচ্ছে, সুস্মিতা নিজেকে যেন একেবারে ‘স্টেজ কুইন’ ভাবছেন! কিন্তু তা দর্শকদের মোটেই হজম হয়নি। এক জনের কমেন্ট, “এই মেয়ে নিজেকে খুব ছোটো বেবি ভাবে… অসহ্য ন্যাকা।” অন্য একজন লিখেছেন, “এক পা তুলে তুলে এটা কি নাচ?”
এইসব প্রতিক্রিয়ার মাঝে কেউ কেউ আবার বলছেন, “এতে হাসির কি আছে ওর? এত ন্যাকামো!” এমন ট্রোলেই বোঝা যায়, সুস্মিতার এই পারফরম্যান্স মন জয় তো দূর, বরং বিনোদনের খোরাক হয়েছে। যদিও ভিডিওতে সুস্মিতার আত্মবিশ্বাস নজর কেড়েছে, কিন্তু সেটা যে ‘অতিরিক্ত আত্মবিশ্বাস’ বলেই ধরা হচ্ছে, তা পরিষ্কার। এক জন স্পষ্ট লিখেছেন, “নিজেকে কী মনে করে কে জানে… উফফফ… এখন শুধু এক কাপ কফি হাতে নিয়ে ন্যাকা পোজ।”
আরও পড়ুনঃ “নাকা ষষ্ঠী পরিবার একটা! মা-বাবাকেও ‘তুইতোকারি’ মেয়েদের!” ‘ন্যাকামির চোটে ঠিক করে গলা দিয়ে আওয়াজ বেরোয় না’ অনন্যা, অলকানন্দাকে তুমুল কটাক্ষ নেটপাড়ার!
আরও কেউ লিখেছেন, “একদমই ফালতু মেয়ে, এত নোংরামি করে!” ট্রোলের ভিড়ে কেউ কেউ সুস্মিতাকে ‘ছাপরি’, কেউ আবার ‘নগর নর্তকি’ বলতেও পিছপা হননি। একজন লিখেছেন, “কি বাজে লাগে এই মেয়েটাকে!” আবার আরেকজনের মন্তব্য, “এই মেয়েটা কি অসহ্য, সব জায়গায় নাটক!” সব মিলিয়ে, সুস্মিতার এই নাচের ভিডিও সমাজ মাধ্যমে এখন ‘কনটেন্ট অফ দ্য উইক’। যেখানে তার ‘স্টার’ হওয়ার চেষ্টা, দর্শকদের চোখে রূপ নিয়েছে ‘স্টার্ক কমেডি’ তে!