প্রথমবারেই সুচিত্রা সেনকে ছোঁয়ার সাহস! ‘রিনা ব্রাউন’ হচ্ছেন পায়েল! নেটপাড়ায় সিনেপ্রেমীদের চরম ক্ষোভ— “রিনা ব্রাউন একজনই, টাচ করা মুশকিল হি নেহি, নামুমকিন হ্যায়!”

টালিউডের চর্চিত নায়িকা থেকে এবার মঞ্চ মাতানোর প্রস্তুতি নিচ্ছেন ‘পায়েল সরকার’ (Payel Sarkar) । সিনেমা, ওয়েব সিরিজ — সব দিক সামলে এবার থিয়েটারের (Theatre) দিকেই মুখ ঘুরিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন একটাই, শুরুতেই এই ভয়ানক উচ্চতা? থিয়েটারে পা দিয়েই যে কিংবদন্তির ছায়ায় হাঁটতে হবে, সেই সিদ্ধান্তটা একটুও সহজ নয়। সমাজ মাধ্যম তো আর চুপ করে থাকবে না, দর্শকমহলেও শুরু হয়ে গেছে কটাক্ষের বন্যা। কেউ তো সরাসরিই বলে ফেলেছেন — “সিনেমাতে রিটায়ার করলেন নাকি? তাই থিয়েটারে এসেছেন?”

এমনিতেই থিয়েটার জগৎকে অনেকেই পরিশ্রমের জায়গা বলেই জানেন, যেখানে ক্যামেরার ট্রিটমেন্ট নেই, নেই ‘টেক ২’ বলার সুযোগ। আর ঠিক সেইখানেই, প্রথমবার স্টেজে পা রেখেই পায়েল যে চরিত্রটা বেছে নিলেন, সেটা অভিনয় জগতে একটা রীতিমতো ঐতিহাসিক নাম। সুচিত্রা সেনের আইকনিক রিনা ব্রাউন। ফলস্বরূপ, অনেকেই কনফিউজড — এটা কি সাহস, না বাড়াবাড়ি আত্মবিশ্বাস? সমাজ মাধ্যমে কেউ ব্যঙ্গ করে বলছেন, “কেন? পায়েল সরকারের কি জুতো নেই, যে সুচিত্রা সেনের জুতো পড়তে হবে?”

এবারের ‘সপ্তপদী’ নাটকে শুধু পায়েল নন, রয়েছেন দীপ, দুলাল লাহিড়ি, দোলন রায়ের মতো নামও। পরিচালনায় উজ্জ্বল চট্টোপাধ্যায় ও ট্রাইকালার প্রোডাকশন। গোটা প্রজেক্টটা তৈরি হয়েছে মহানায়ক উত্তম কুমারের প্রাক জন্মশতবর্ষ আর পরিচালক অজয় করের জন্মশতবর্ষকে শ্রদ্ধা জানিয়ে। অথচ গোটা প্রচারের আলো একটাই জায়গায় — পায়েল সরকার এবার রিনা ব্রাউন। অনেকে আবার সরাসরি লিখেছেন, “রিনা ব্রাউন একজন ই। রিনা ব্রাউনকে টাচ্ করা মুশকিল হি নেহি, না মুমকিন হ্যায়।”

এই চরিত্রে অভিনয় করার লোভ কমবেশি অনেক নায়িকারই থাকে। তবে সেই লোভকে বাস্তব রূপ দেওয়ার সাহস বা কাণ্ডজ্ঞান সবার থাকে না। একজন নেটিজেন যেমন বলেছেন, “দিদির হাওয়াই চটিতে পা গলান। রচনা, মিমি, কৌশানি, শতাব্দি, সায়নি এরা সকলেই জীবনে সাফল্য অর্জন করতে পেরেছেন।” কেউ কেউ আবার ভয় পাচ্ছেন, পায়েলের এই স্টেপটা না যেন আইকনিক চরিত্রের অপমান হয়ে না দাঁড়ায়। এক সময়ের পর্দা কাঁপানো মহানায়িকা হয়ে ওঠা এতই সোজা নয়!

আরও পড়ুনঃ “আমি বাদ পড়লে আরিয়ান কেন নয়?”— মুখ খুলেই বিপদে স্যান্ডি সাহা! ‘ভিডিও বৌমা’ থেকে বাদ পড়ার পর উঠছে পক্ষপাতের প্রশ্ন! ইন্ডাস্ট্রির ‘সিলেক্টিভ শাস্তি’ ঘিরে বিতর্ক

কারণ সুচিত্রা সেন মানেই আবেগ, সম্মান আর কিংবদন্তির ছোঁয়া — সেটা কি এই প্রজন্মের গ্ল্যামার ওয়ার্ল্ড খাপ খাবে? শেষ কথা, মঞ্চে পা দিয়েই এমন চরিত্রে অভিনয় নিঃসন্দেহে সাহসী পদক্ষেপ। তবে সেই পদক্ষেপ কতটা জুতসই, সেটা বলবে সময় এবং দর্শক। আপাতত সমাজ মাধ্যম যেভাবে ক্ষেপে উঠেছে, তাতে বোঝা যাচ্ছে রিনা ব্রাউনের জুতোয় পা গলানো যে একেবারে ‘চটি’ ব্যাপার নয়, সেটা পায়েল নিজেও বুঝতে পারছেন ধীরে ধীরে।

You cannot copy content of this page