চলতি বছরের শুরুতেই টলিপাড়ার বহু সম্পর্ক ভেঙেছে। গত কয়েক মাস আগে হঠাৎ করেই শোনা যায়, ছোটপর্দার অভিনেতা ‘সুদীপ মুখোপাধ্যায়’ (Sudip Mukherjee) এবং তাঁর দ্বিতীয় স্ত্রী ‘পৃথা চক্রবর্তী’র (Preetha Chakraborty) দাম্পত্য জীবনে বড়সড় ফাটল তৈরি হয়েছে। এমনকি বিচ্ছেদের কথা ঘোষণা করে দেন পৃথা। যদিও প্রথম দিকে তাঁরা এই নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি। পৃথার ঘোষণার পরে অবশ্য সুদীপ নিজেই স্বীকার করেন, সম্পর্কের টানাপোড়েন সত্যিই চলছে।
তখন থেকেই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা শুরু হয় নেটপাড়ায়। এরপর ডিভোর্সের আইনি কাগজ পর্যন্ত সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পৃথা নিজের নাম পাল্টে, আগের মতো ‘সঞ্চারী’ নাম ব্যবহার করতে শুরু করেন। তবে বাস্তব ছবিটা অনেকটাই জটিল। আলাদা থাকার পরও বহুবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। শুধু তাই নয়, ছেলের জন্মদিনও তাঁরা একসঙ্গেই পালন করেছিলেন। অনেকের মতে, সন্তানদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবেই এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
নিজেদের সম্পর্কের সমীকরণ যাই হোক না কেন, সন্তানদের সামনে যেন কোনও নেতিবাচক প্রভাব না পড়ে, সেটাই হয়তো চাইছেন সুদীপ-পৃথা দুজনেই। তবে সম্প্রতি পৃথার এক সমাজ মাধ্যম পোস্ট ফের নতুন করে আগুনে ঘি ঢেলেছে! এদিন নিজের ফেসবুক স্টোরিতে তিনি একটি ছবি ভাগ করেছেন, যেখানে দেখা যাচ্ছে সুদীপের সঙ্গে ভিডিয়ো কলে ব্যস্ত পৃথা ও তাঁদের বড় ছেলে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “তাড়াতাড়ি ফিরে এসো বাবা।”
এর পরই আবার শুরু হয়েছে চর্চা, তবে কি সম্পর্কের অবনতি এবার উন্নতিতে রূপান্তর হচ্ছে? ভালো করে দেখলে ছবিতে বোঝা যাচ্ছে, সম্ভবত শুটিংয়ের কারণে শহরের বাইরে রয়েছেন সুদীপ। আর এখানে সন্তানদের নিয়ে রয়েছেন পৃথা। সেখান থেকেই পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন অভিনেতা। এই সাধারণ কথোপকথনের ছবি আবার নতুন করে সম্পর্ক জোড়া লাগার ইঙ্গিত হিসেবে দেখছেন সবাই। অনেকেই এবার প্রশ্ন তুলছেন, দু’জনের বিচ্ছেদ নিয়ে।
আরও পড়ুনঃ “আমার সামনেই নিজের মাকে মা’রতো…কথায় কথায় আমাকেও এমন মা’রতো, কেউ কুকুরকেও ওভাবে মা’রে না!” “আইনের সাহায্যও পাইনি, বারবার মেডিকেল টেস্ট করানো হয়েছে!”— সাংবাদিক বৈঠকে প্রেমিক টুবানের বিরুদ্ধে নয়নার বিস্ফো’রক তথ্য ফাঁস!
নেটিজেনদের কথায়, “এতদিন ধরে যা যা শোনা গিয়েছিল তাঁদের সম্পর্ক নিয়ে, সবটাই কি তবে গুজব ছিল?” তবে, এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি দু’জনের কেউ-ই। উল্লেখ্য, সম্পর্ক ভাঙ্গনের পর থেকে সুদীপ থাকছেন অন্য বাড়িতে, আর পুরনো বাড়িতেই রয়েছেন পৃথা এবং তাঁদের দুই সন্তান। ফলে তাঁদের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে নিশ্চিত কিছু বলা সত্যিই কঠিন। ইন্ডাস্ট্রির সহকর্মীরাও সন্দেহ প্রকাশ করেছেন, ঠিক কী জায়গায় দাঁড়িয়ে আছেন তাঁরা, তা আন্দাজ করা সহজ নয়।