বিনোদন জগতে শোকের ছায়া! মাত্র ৩৮ বছর বয়সেই প্রয়া’ত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সহ-অভিনেত্রী! ‘পবিত্র রিস্তা’ খ্যাত অভিনেত্রীর আকস্মিক প্রয়া’ণে শোকস্তব্ধ অনুরাগীরা!

বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা ‘সুশান্ত সিং রাজপুত’কে (Sushant Singh Rajput) নিয়ে একসময় পুরো দেশ শোকাহত হয়েছিল। তাঁর অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিশতা’ আজও দর্শকের পছন্দের। সেই ধারাবাহিকেই সুশান্তর সঙ্গে অভিনয় করেছিলেন এক অভিনেত্রী। সুশান্তের মতোই তিনি ছিলেন দর্শকের প্রিয় মুখ, যাঁর সহজ-সরল উপস্থিতি ছোটপর্দায় ভরসা জাগাত। আজ সেই অভিনেত্রী আর নেই, অভিনেতার আরও এক সহ-শিল্পীর অকাল প্রয়াণ (Co-Actress Death) ফের হিন্দি বিনোদন জগতে শোকে ডুবিয়ে দিল।

প্রয়াত অভিনেত্রীর নাম ‘প্রিয়া মরাঠে’ (Priya Marathe), তাঁর জনপ্রিয়তা শুধু ‘পবিত্র রিশতা’-তেই সীমাবদ্ধ ছিলেন না, তাঁর অভিনয়ের জাদু ছড়িয়ে ছিল হিন্দি এবং মরাঠি বিনোদন জগত জুড়ে। ‘তু তিথে মী’, ‘সাথ নিভানা সাথিয়া’, ‘উত্তরন’ থেকে শুরু করে ‘ভাগে রে মন’— প্রতিটি ধারাবাহিকের চরিত্রেই তিনি নিজের অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন। হিন্দি ছোটপর্দার ব্যস্ত জীবনে এক সময় তিনি সমান দক্ষতায় মরাঠি ধারাবাহিকেও কাজ করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন।

শুধু টেলিভিশনের পর্দাই নয়, ব্যক্তিগত জীবনেও প্রিয়ার হাসিখুশি স্বভাব অনুরাগীদের কাছে ছিল এক অনুপ্রেরণা। ২০১২ সালে শান্তনু মোঘেকে বিয়ে করার পর সংসার আর অভিনয় দু’টোই সামলেছিলেন সমানভাবে। শেষবার সমাজ মাধ্যমে তাঁকে দেখা গিয়েছিল ২০২৪ সালের অগস্ট মাসে, যখন তিনি স্বামীর সঙ্গে জয়পুর ভ্রমণের ছবি ভাগ করেছিলেন। সেই পোস্টই এবার হয়ে রইল, তাঁর অনুরাগীদের জন্য অভিনেত্রীর জীবনের শেষ রঙিন স্মৃতি।

আজ প্রিয়ার মৃত্যুর খবরে স্তম্ভিত হয়ে পড়েছেন তাঁর ভক্তরা। কেউ লিখেছেন, “অল্প বয়সে চলে গেলেন, পরিবারের জন্য এই শূন্যতা মেনে নেওয়া অসম্ভব।” কেউ আবার জানিয়েছেন, “দীর্ঘ সময় ধরে সাহসিকতার সঙ্গে লড়েছেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যের নির্মম পরিণতি তাঁকে কেড়ে নিল।” অগণিত অনুরাগীর মন ভেঙে গেছে, কারণ ছোটপর্দার এই চেনা মুখকে তারা আর কখনওই দেখতে পাবেন না, তবে চিরদিন মনে রাখবেন।

আরও পড়ুনঃ বাস্তবের সঙ্গে খাপ খায় না সাজ? ঐতিহাসিক চরিত্রের সাজে বাস্তবতা খুঁজে পাচ্ছেন না দর্শক, বিতর্কে স্টার জলসার ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’! ‘এত গয়না পরে রাতভর ঘুম-প্রেম সম্ভব?’ ‘বিকৃত করা হচ্ছে বাংলার বীরাঙ্গনাকে!’– দর্শকদের কটাক্ষ!

অভিনয়ের আলোয় ভরা জীবনের শেষ অধ্যায় প্রিয়ার জন্য ছিল নিঃশব্দ লড়াই। রবিবার সকালে মুম্বইয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। মাত্র ৩৮ বছর বয়সেই ইহলোক ছাড়লেন তিনি। বহুদিন ধরে ক্যা’ন্সারের সঙ্গে লড়াই করছিলেন এই শিল্পী। অবশেষে সেই দুরারোগ্য ব্যাধির কাছে হার মানতেই হল তাঁকে। তবু তাঁর প্রাণবন্ত উপস্থিতি, কাজের প্রতি নিবেদন আর ভক্তদের সঙ্গে অটুট সম্পর্ক তাঁকে বাঁচিয়ে রাখবে সবার হৃদয়ে।