আসছে মায়ের নতুন ধারাবাহিক! যার জেরে কো’প পড়তে চলেছে মেয়ের ধারাবাহিকে? জলসার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক বন্ধের গুঞ্জন! নাম জানলে মন ভাঙবে আপনাদের

বহু বছর পর আবারও ছোটপর্দায় ফিরছেন স্বস্তিকা দত্ত। ‘ভজ গোবিন্দ’ এবং ‘তোমার খোলা হাওয়া’-র পর এবার একেবারে নতুন রূপে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। স্টার জলসায় শুরু হচ্ছে তাঁর নতুন ধারাবাহিক ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’। আগেই প্রচারের তারিখ ঘোষণা করা হলেও এবার মিলেছে সম্প্রচারের সময়ও। আগামী ১৭ নভেম্বর রাত সাড়ে আটটা থেকে দেখা যাবে এই নতুন ধারাবাহিক।

এই ঘোষণাতেই বাড়ছে জল্পনা। কারণ একই দিনে স্লট বদল হচ্ছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’-র। মাত্র পাঁচ মাসের মধ্যেই কি শেষ হতে চলেছে জনপ্রিয় এই ধারাবাহিক? যদিও চ্যানেল সূত্রে জানা গেছে, শেষ হচ্ছে না, কিন্তু টিআরপি প্রতিযোগিতায় ‘দাদামণি’-র সঙ্গে পেরে উঠছিল না বলেই বদলানো হয়েছে সময়। ১৭ নভেম্বর থেকে বিকেল ৫টায় দেখা যাবে ‘রাণী ভবানী’-কে।

তবুও ইন্ডাস্ট্রিতে চলছে অন্য আলোচনা। শোনা যাচ্ছে, ধারাবাহিকের গল্প খুব দ্রুত এগিয়ে যাওয়ায় বেশ কিছু পরিকল্পিত মোড় বাদ পড়েছে। রামকান্ত চরিত্রের প্রত্যাবর্তনের যে প্লট যোগ হওয়ার কথা ছিল, তা আর থাকছে না, ফলে অভিনেতা সায়ন বসুর উপস্থিতিও এখানেই শেষ। এই তাড়াহুড়োর কারণ হিসেবে কেউ কেউ ইঙ্গিত করছেন আসন্ন নতুন মেগা-প্রজেক্টের দিকে।

জি বাংলায় খুব শিগগিরই শুরু হচ্ছে ব্লুজ প্রযোজিত নতুন ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’। আর তাতে দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত। এখানে মা–ইন্দ্রাণী নতুন শুরু করতে চলেছেন ঠিক তখনই অন্য চ্যানেলে মেয়ের পুরোনো ধারাবাহিক শেষের মুখে—এই মিলেই জোরদার হয়েছে ‘মা-মেয়ে টক্কর’-এর জল্পনা।

আরও পড়ুনঃ “শুভ জন্মদিন দ্য কিং ভট্টাচার্য…সবার জীবনে একটা সাহেবের প্রয়োজন!”– অভিনেতার জন্মদিনে আদুরে বার্তা সুস্মিতার! সাহেবের ইঙ্গিতের পর সুস্মিতার বার্তায় বাড়ছে বিয়ের জল্পনা!

তবে শেষ পর্যন্ত কোন ধারাবাহিক টিকে থাকবে, আর কোনটি বিদায় নেবে—তা এখনই বলা কঠিন। দর্শকদের চোখ এখন টেলিভিশনের দুই পর্দায়, যেখানে একদিকে নতুন যাত্রা শুরু হচ্ছে, অন্যদিকে ভবানীর গল্প কোন দিকে গড়াচ্ছে তা দেখার অপেক্ষা।