টলি অভিনেত্রী ‘স্বস্তিকা মুখোপাধ্যায়’ (Swastika Mukherjee) মানেই অভিনয়ের গণ্ডি ছাড়িয়ে আরও অনেক কিছু। শুধুই অভিনয়ে নয়, তাঁর পোশাক নির্বাচন, চিন্তাভাবনা, আর জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিতেও তিনি অন্যদের থেকে আলাদা। বড়পর্দায় সব চরিত্রেই নিজের অভিনয়ের ছাপ রেখেছেন স্বস্তিকা। তবে তাঁর ব্যক্তিত্বের আরেকটি দিক হলো তাঁর অতীতকে, বিশেষ করে তাঁর মাকে, সঙ্গে নিয়ে চলার অভ্যেস। অনেকেই জানেন না, তাঁর সাজগোজের অনেকটাই যেন তাঁর মা’কে অনুভব করার একটা উপায়।
স্বস্তিকার জীবনের একটা বড় প্রেরণা ছিলেন তাঁর মা। কেরিয়ারের শুরুতে যখন স্টাইলিস্ট বা ডিজাইনারের অভাব ছিল, তখন মায়ের আলমারিই ছিল তাঁর ভরসা। মায়ের শাড়ি, পুরনো গয়না, এমনকি শাঁখা-পলা বা টিপ- আজও পড়েন তিনি। এখনও যখন কোনও চরিত্রে অভিনয় করেন, চেষ্টা করেন মায়ের কিছু না কিছু স্মৃতি পর্দার প্রতিটি চরিত্রে জুড়ে দিতে। এতে যেন পর্দার চরিত্রের সঙ্গে আরও আন্তরিকভাবে যুক্ত হতে পারেন তিনি।
সম্প্রতি দুর্গাপুজো উপলক্ষে স্বস্তিকা উপস্থিত ছিলেন একটি ব্র্যান্ডের কাঁচের দুর্গা উদ্বোধনে। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, মাতৃত্ব নিয়ে তাঁর অনুভূতিটা ঠিক কেমন? স্বস্তিকার উত্তর ছিল একদম তাঁর মতোই স্পষ্ট এবং আন্তরিক। তিনি বলেন, “মাতৃত্বের অনুভূতিটা একেবারেই আলাদা। আমার মনে হয় যাঁরা মা হয়নি, তাদের এই অনুভূতিটা বোঝা একটু কঠিন। মা হলেই ভেতর থেকে অনুভূতিটা সৃষ্টি হয়। আমরা যারা মেয়ে তারাও বুঝি, আর যারা মা তারাও বুঝি যে এই ‘মা’ ডাকের কতটা ভার!”
এই কথার মধ্যেই অভিনেত্রী স্পষ্ট করে জানিয়েছেন, মাতৃত্বের অভিজ্ঞতা কোনও বই বা আলোচনায় বোঝানো যায় না। স্বস্তিকার কথায়, মাতৃত্ব কেবল এক জীবনের সম্পর্ক নয়, বরং একটা অনুভব, যা ভেতর থেকে তৈরি হয়। মা হয়ে ওঠার এই গভীর অনুভূতিই তাঁকে আরও মানবিক করে তুলেছে, এমনটাই দাবি করেছেন তিনি। আর সেই কারণেই পর্দার চরিত্র হোক বা বাস্তব জীবন, সব জায়গাতেই তাঁর চোখে-মুখে মাতৃত্ব ফুটিয়ে তোলার চেষ্টা করেন তিনি।
আরও পড়ুনঃ “বিয়ের পর থেকে একবারও ‘মা’কে বরণ করতে পারলাম না!”— বিজয়াতে ইমন চক্রবর্তীর মনখারাপ! কিছুদিন আগেই স্বামী নীলাঞ্জনের বিরুদ্ধে মিথ্যে অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন, তবে এই কথার নেপথ্যে কী কারণ লুকিয়ে আছে?
নিজের সন্তানকে বড় করেই তিনি বুঝেছেন, একটা মায়ের অস্তিত্ব কীভাবে জীবনের প্রতিটি পদক্ষেপে প্রভাব ফেলে। তবে অভিনেত্রীর এই কথা সংবেদনশীল হওয়ার পাশাপাশি অনেকের ভাবাবেগকে আঘাত করেছে! অভিনেত্রীর কথায় অনেকেই মাতৃত্ব নিয়ে দম্ভ দেখতে পেয়েছেন! কেউ কেউ বলেছেন, “নিঃসন্দেহে মাতৃত্ব গর্ব করার মতো বিষয়। একজন নারীই পারে একটা প্রাণ সৃষ্টি করতে, আর মাতৃত্বই নারীর জীবনের বৃত্তকে সম্পূর্ণ করে। তবে, যারা চেয়েও এই সুখ পাননি, তাদের মধ্যে মাতৃত্বের অনুভূতি নেই এটা বলা অন্যায়!”